গ্যাস অথরিটিতে ২৫ এগজিকিউটিভ ট্রেনি

1716
0
GAIL

গেইল (ইন্ডিয়া) লিমিটেডে ২৫ জন এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে (Executive trainee)। বৈধ গেট ২০২১ স্কোর থাকতে হবে। বিজ্ঞপ্তি নম্বর: GAIL/OPEN/ET/1A/2020.

শূন্যপদ: এগজিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল): ১৩ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ৩), এগজিকিউটিভ ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন): ১২ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২)।

যোগ্যতা: এগজিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল): ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে কেমিক্যাল/ পেট্রোকেমিক্যাল/ কেমিক্যাল টেকনোলজি/ পেট্রোকেমিক্যাল টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং/  টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি।

এগজিকিউটিভ ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন): ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্যাচেলরডিগ্রি।

সবক্ষেত্রেই পূর্ণ সময়ের নিয়মিত কোর্স হতে হবে এবং তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

বয়সসীমা: ১৬ মার্চ ২০২১ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: https://gailonline.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি https://gailebank.gail.co.in/Online_Recruit/online_apply.asp লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

https://gailonline.com/careers/currentOpnning/DETAILED_ADVT_GATE_2021_ENG.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল