১। নিম্নলিখিত চরিত্রগুলির মধ্যে কোনটি বিভূতিভূষণের সৃষ্টি?
(ক) গোরা (খ) ভূতনাথ (গ) কাকাবাবু (ঘ) অপু
২। গৌতমবুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন?
(ক) কাশ্মীর (খ) সারনাথ (গ) লুম্বিনী (ঘ) কুন্দগ্রাম
৩। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়বৃষ্টি দেখা যায়?
(ক) ট্রপোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) স্ট্র্যাটোস্ফিয়ার (ঘ) আয়ানোস্ফিয়ার
৪। `বিশ্ব জনসংখ্যা দিবস’ কবে পালন করা হয়?
(ক) ৮ এপ্রিল (খ) ৯ আগস্ট (গ) ১১ জুলাই (ঘ) ১১ সেপ্টেম্বর
৫। পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন?
(ক) পরিকল্পনা কমিশন (খ) রাষ্ট্রপতি (গ) জাতীয় উন্নয়ন পরিষদ (ঘ) লোকসভা ও বিধানসভা
৬। দেশলাই কে আবিষ্কার করেন?
(ক) জন ওয়াকার (খ) ওয়াল্টার হান্ট (গ) গ্যালিলিও (ঘ) কোনোটি সঠিক নয়
৭।মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
(ক) অগ্ন্যাশয় (খ) লিভার (গ) পিটুইটারি (ঘ) কোনোটি সঠিক নয়
৮।পলাশীর যুদ্ধ কবে হয়?
(ক) ২৩ মার্চ ১৯৫৭ সালে (খ) ২৩ এপ্রিল ১৯৫৭ সালে (গ) ২৩ মে ১৯৫৭ সালে (ঘ) ২৩ জুন ১৯৫৭ সালে
৯।`ম্যালেট’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(ক) রাগবি (খ) পোলো (গ) সাঁতার (ঘ) ব্যাডমিন্টন
১০।`ঘুমোট’ কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র?
(ক) কেরালা (খ) গোয়া (গ) গুজরাট (ঘ) মধ্যপ্রদেশ
১১। `হিন্দু ভিউ অব লাইফ’ কার লেখা?
(ক) অরবিন্দ ঘোষ (খ) জওহরলাল নেহরু (গ) ডঃ এস রাধাকৃষ্ণন (ঘ) এ পি জে আব্দুল কালাম
১২। একটি বরফের টুকরোর উপর কোনো চাপ পড়লে তার গলনাঙ্কের কী পরবির্তন হয়?
(ক) বাড়ে (খ) কমে (গ) প্রথমে বাড়ে ও পরে কমে (ঘ) একই থাকে
১৩। ফল পাকানোর জন্য নীচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়?
(ক) ইথিলিন (খ) বেঞ্জিন (গ) ফরম্যালডিহাইড (ঘ) ক্লোরোফর্ম
১৪। ওয়াটার পোলো খেলায় প্রত্যেক দলের সদস্য সংখ্যা কত?
(ক) ২ জন (খ) ৯ জন (গ) ৭ জন (ঘ) ১০ জন
১৫। গুরুনানক পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত?
(ক) পুরুষ হকি (খ) ব্যাডমিন্টন (গ) টেনিস (ঘ) মহিলা হকি
১৬। আকাশে বিদ্যুত ঝলক দেখার কিছুক্ষণ পরে মেঘের গর্জনের শব্দ শোনা যায় কারণ………………….
(ক) শব্দের বেগ আলোর বেগের চেয়ে বেশি (খ) আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি (গ) শব্দের বেগ ও আলোর বেগ সমান (ঘ) কোনোটি সঠিক নয়
১৭। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়?
(ক) ভিটামিন কে (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি
১৮। মানুষের বৈজ্ঞানিক নাম কী?
(ক) হিউম্যান সোপায়েন্স (খ) হোমো সেপিয়েন্স (গ) হোমো স্পিসিস (ঘ) হোমো ম্যান ওম্যান
১৯। কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়?
(ক) শ্রীগুপ্ত (খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (গ) কুমারগুপ্ত (ঘ) সমুদ্রগুপ্ত
২০। নিম্নলিখিত কোন উপাদানটি আমলকীতে বেশি পরিমাণে থাকে?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি
উত্তর
১. (ঘ) ২. (খ) ৩. (ক) ৪. (গ) ৫. (গ) ৬. (ক) ৭. (খ) ৮. (ঘ) ৯. (খ) ১০. (খ) ১১. (গ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (খ) ১৯. (গ) ২০. (গ)
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল