জেনারেল নলেজ প্রশ্নোত্তর

schedule
2023-02-20 | 08:57h
update
2023-02-20 | 08:57h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

১. ভারতের বৃহত্তম রাজ্য (ক্ষেত্রফল ভিত্তিক) কোনটি?

(ক) মধ্যপ্রদেশ (খ) পশ্চিমবঙ্গ (গ) রাজস্থান (ঘ) অন্ধ্রপ্রদেশ

২. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয়?

(ক) ব্যাঙ্গালুরু (খ) চেন্নাই (গ) তিরুবনন্তপুরম (ঘ) কোয়েম্বাটুর

৩. কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত?

(ক) অরুণাচল প্রদেশ (খ) অসম (গ) তামিলনাড়ু (ঘ) কেরল

৪. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

(ক) মারাঠা ও মুঘল (খ) মারাঠা ও আফগান (গ) মুঘল ও আফগান (ঘ) মারাঠা ও রাজপুত

৫. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সব থেকে কম?

(ক) সিকিম (খ) রেকল (গ) রাজস্থান (ঘ) পাঞ্জাব

৬. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন?

(ক) ওয়েলেসলি (খ) কার্জন (গ) কর্নওয়ালিশ (ঘ) হেস্টিংস

৭. ঋষি অরবিন্দ নিচের কোন মামলার সঙ্গে যুক্ত ছিলেন?

Advertisement

(ক) কোলাপুর মামলা (খ) লাহোর ষড়যন্ত্র (গ) আলিপুর বোমা মামলা (ঘ) কোনোটি সঠিক নয়

৮. রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৮৮৭ সালে (খ) ১৯০৫ সালে (গ) ১৮৯৭ সালে (ঘ) ১৮৮৪ সালে

৯. সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

(ক) প্রথম সাতকর্ণী (খ) বশিষ্ঠ পুত্র সাতকর্ণী (গ) অশোক (ঘ) গৌতমীপুত্র সাতকর্ণী

১০. মাকড়সার শ্বাসঅঙ্গের নাম কী?

(ক) স্পিরাকল (খ) বুকলাং (গ) কিউটিকল (ঘ) ফুসফুস

১১. আল্পস কোন জাতীয় পর্বতমালা?

(ক) স্তূপ (খ) ভঙ্গিল (গ) আগ্নেয় (ঘ) অবশিষ্ট

১২. টিউবারকুলোসিস বা টিবি রোগে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয়?

(ক) হৃৎপিন্ড (খ) চোখ (গ) গলা (ঘ) ফুসফুস

১৩. কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে?

(ক) অক্সিটোসিন (খ) টেস্টোটেরন (গ) ভেসোপ্রসিন (ঘ) ইস্ট্রোজেন

১৪. ভারতের কোথায় প্রথম খনিজ তেল খুঁজে পাওয়া যায়?

(ক) নাহারকাটিয়া (খ) মুম্বই (গ) আঙ্কেলেশ্বর (ঘ) ডিগবয়

১৫. ইলেকট্রিক ইস্ত্রি গরম করার জন্য কোন উপাদান ব্যবহার করা হয়?

(ক) নাইক্রোম (খ) তামা (গ) লোহা (ঘ) টাংস্টেন

১৬. কিউবার রাজধানী কোনটি?

(ক) সুভা (খ) নিকোশিয়া (গ) হাভানা (ঘ) লিমা

১৭. ভারতের প্রথম উপগ্রহ কার নামে রাখা হয়েছিল?

(ক) বরাহমিহির (খ) ভাস্করাচার্য (গ) শ্রীধরাচার্য (ঘ) আর্যভট্ট

১৮. হর্ষবর্ধনের রাজধানীর নাম কী?

(ক) দিল্লি (খ) পাটলিপুত্র (গ) উজ্জয়িনী (ঘ) কনৌজ

১৯. নিম্নলিখিত কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয়?

(ক) এস্টোজেন (খ) বাইন (গ) ভিটামিন (ঘ) ইনসুলিন

২০. আর্সেনিক বিষক্রিয়ার মূল উৎস কী?

(ক) ভৌমজল (খ) রাসায়নিক সার (গ) বায়ুদূষণ (ঘ) তামাক

উত্তর

১. (গ) ২. (ঘ) ৩. (খ) ৪. (খ) ৫. (ক) ৬. (গ) ৭. (গ) ৮. (গ) ৯. (ঘ)

১০. (খ) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (গ)

১৭. (ঘ) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (ক)

 

জেনারেল নলেজের প্রশ্নোত্তর দেখতে ক্লিক করুন

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 04:32:21
Privacy-Data & cookie usage: