জেনারেল নলেজ প্রশ্নোত্তর

1790
0
gk in bengali

১. বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

(ক) মধ্যপ্রদেশ (খ) সিকিম (গ) আসাম (ঘ) ঝাড়খণ্ড

২. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের পরিচয় পাওয়া যায়?

(ক) ঘর্ষণ বল (খ) বলের পরিমাণ (গ) বলের ক্রিয়া (ঘ) বলের সংজ্ঞা

৩. `বিশ্ব ডায়াবেটিস দিবস’ কবে পালন করা হয়?

(ক) ১৪ সেপ্টেম্বর (খ) ১৪ অক্টোবর (গ) ১৪ নভেম্বর (ঘ) ১৪ ডিসেম্বর

৪. `বিশ্ব অরণ্য দিবস’ কবে পালন করা হয়?

(ক) ২১ শে মার্চ (খ) ২২ শে মার্চ (গ) ২৩ শে মার্চ (ঘ) কোনোটি সঠিক নয়

৫. বিদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে?

(ক) অ্যামোনিয়া (খ) নাইট্রোজেন (গ) কার্বন-ডাই-অক্সাইড (ঘ) হাইড্রোজেন

৬. ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়?

(ক) ১৯৮১ সালে (খ) ১৯৮২ সালে (গ) ১৯৮৩ সালে (ঘ) ১৯৮৪ সালে

৭. টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়?

(ক) ল্যাকটিক অ্যাসিড (খ) সাইট্রিক অ্যাসিড (গ) ইউরিক অ্যাসিড (ঘ) ম্যালিক অ্যাসিড

৮. `ব্ল্যাক ফরেস্ট’ কোথায় অবস্থিত?

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র (খ) ফ্রান্স (গ) জার্মানি (ঘ) কানাডা

৯. ভারতে টাইগার প্রকল্প কবে শুরু হয়?

(ক) ১৯৭৫ সালে (খ) ১৯৭৬ সালে (গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে

১০. `হরিয়ানার হ্যারিকেন’ নামে কে পরিচিত?

(ক) চুনী গোস্বামী (খ) কপিল দেব (গ) শচীন তেন্ডুলকর (ঘ) গীতা ফোগাট

১১. আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

(ক) ফুটবল (খ) ক্রিকেট (গ) হকি (ঘ) টেনিস

১২. `বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালন করা হয়?

(ক) ৫ জুন (খ) ৬ জুন (গ) ৭ জুন (ঘ) ৮ জুন

১৩. `ভ্যালি অব ফ্লাওয়ার্স’ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?

(ক) উত্তরাখণ্ড (খ) গুজরাট (গ) মধ্যপ্রদেশ (ঘ) উত্তরপ্রদেশ

১৪. অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৩০ সালে (খ) ১৯৩৫ সালে (গ) ১৯৪০ সালে (ঘ) ১৯৪৫ সালে

১৫. একটি সেলাই মেশিনের গতি কিরূপ?

(ক) সরলরৈখিক (খ) বৃত্তাকার (গ) দোলন গতি (ঘ) ঘুর্নন গতি

উত্তর

১. (ঘ) ২. (খ) ৩. (গ) ৪. (ক) ৫. (খ) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (গ) ৯. (গ) ১০. (খ) ১১. (গ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (গ)

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন