জেনারেল নলেজ প্রশ্নোত্তর

856
0
General Knowledge Questions & Answers

১. একটি বরফের টুকরোর উপর কোন চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন হয়?

(ক) কমে (খ) বাড়ে (গ) প্রথমে বাড়ে ও পরে কমে (ঘ) একই থাকে

উঃ কমে

২. নিম্নলিখিত কোন রাজ্যের সীমানা বাংলাদেশের সঙ্গে যুক্ত নয়?

(ক) মেঘালয় (খ) ত্রিপুরা (গ) অসম (ঘ) মিজোরাম

উঃ মিজোরাম

৩. তারকেশ্বর ও হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

(ক) হুগলি (খ) বর্ধমান (গ) বীরভূম (ঘ) বাঁকুড়া

উঃ হুগলি

৪. কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (খ) শ্রীগুপ্ত (গ) সমুদ্রগুপ্ত (ঘ) কুমার গুপ্ত

উঃ কুমার গুপ্ত

৫. ভারতে রেনেসাঁসের মূল প্রবক্তা কে?

(ক) রাজা রামমোহন রায় (খ) স্বামী বিবেকানন্দ (গ) দয়ানন্দ স্বরস্বতী (ঘ) কোনোটি সঠিক নয়

উঃ রাজা রামমোহন রায়

৬. হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৮০৫ সালে (খ) ১৮১৭ সালে (গ) ১৮৩৫ সালে (ঘ) ১৮৫৭ সালে

উঃ ১৮১৭ সালে

৭. `ভারতের রূঢ়’ বলা হয় কোন অঞ্চলকে?

(ক) ঝাড়খণ্ড (খ) দুর্গাপুর (গ) কোয়েম্বাটুর (ঘ) আহমেদাবাদ

উঃ দুর্গাপুর

৮. নিম্নলিখিত কোন চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি?

(ক) টেনিদা (খ) ঘনাদা (গ) ব্রজদা (ঘ) ফেলুদা

উঃ ঘনাদা

৯. বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়?

(ক) ১ জানুয়ারি (খ) ২ জানুয়ারি (গ) ৩ জানুয়ারি (ঘ) ৪ জানুয়ারি

উঃ ৪ জানুয়ারি

১০. নিম্নলিখিত কোনটি ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র?

(ক) ইন্ডিয়ান মিরর (খ) অমৃত বাজার (গ) বেঙ্গল গেজেট (ঘ) সমাচার দর্পন

উঃ বেঙ্গল গেজেট