ফিরে দেখা ইতিহাসের দিনলিপি

526
0
gk

১৮৫৭: ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস (১৩ মে ১৮৫৭-১৬ সেপ্টেম্বর ১৯৩২) জন্মগ্রহণ করেন। ভারতের উত্তরাখণ্ডের আলমোরাতে জন্ম। তাঁর বাবা ব্রিটিশ ইন্ডিয়ার আর্মির জেনারেল ছিলেন। আট বছর বয়সে তাঁকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। গ্র‌্যাজুয়েশন করার পর ১৮৮১ সালে তিনি ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিসে যোগ দেন। প্রায় ২৫ বছর ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিসে কাজ করেন। ১৮৮১ সাল থেকে ১৮৯৪ সাল পর্যন্ত তিনি মাদ্রাজ, বর্মা, বালুচিস্তান (বর্তমান পাকিস্তানে), আন্দামান, বেঙ্গালুরু ও সেকেন্দ্রাবাদের বিভিন্ন জায়গায় কাজ করেছেন। ম্যালেরিয়া সংক্রান্ত তাঁর কাজের বিষয়গুলি নিয়ে ১৯১০ সালে তাঁর লেখা `দ্য প্রিভেনশন অব ম্যালেরিয়া’ প্রকাশিত হয়। ম্যালেরিয়া রোগ জীবাণুর আবিষ্কারক হিসেবে ১৯০২ সালে ফিজিওলজি অথবা মেডিসিনে নোবেল পুরস্কার পান, তিনিই প্রথম ব্রিটিশ নোবেলজয়ী।

১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্য (১৫ আগস্ট ১৯২৬-১৩ মে ১৯৪৭) মারা যান। তাঁর আদি বাড়ি ফরিদপুর জেলার কোটালিপাড়া হলেও কলকাতায় মামার বাড়িতে জন্ম। কলকাতার কমলা বিদ্যামন্দির ও পরে বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুল থেকে পাশ করেন। ছাত্রাবস্থা থেকেই তিনি ছাত্র আন্দোলনে যোগ দেন। ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হন। কবিতা লেখার পাশাপাশি তিনি বেশ কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল পূর্বাভাস, ঘুম নেই, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। স্বাধীনভাবে বাঁচার লড়াইয়ের জন্য সাধারণ মানুষের সংগ্রাম ও কষ্টের কথা তাঁর কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠত। তিনি বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ছিলেন। পরবর্তীকালে তাঁর রচনাবলী সমগ্র প্রকাশিত হয়।