Site icon জীবিকা দিশারী

ফিরে দেখা ইতিহাসের দিনলিপি ১৬ মে

General Knowledge

১৮৩১- যতীন্দ্রমোহন ঠাকুর ১৫ মে ১৮৩১ তারিখে জন্মগ্রহণ করেন। হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি বাড়িতে ইংরেজি ও সংস্কৃত পড়তেন। ছেটা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তাঁর পৃষ্ঠপোষকতায় ক্ষেত্রমোহন গোস্বামী প্রথম ভারতে অর্কেষ্ট্রা ও গণসংগীত নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চালান। সঙ্গীতের পাশাপাশি সমাজ সংস্কারকের ভূমিকায় তাঁকে বহুবার পাওয়া গেছে, যেমন বিধবাদের পুনর্বাসনের জন্য তিনি দ্বিধাহীনভাবে বহু কাজ করেছেন।

১৮৯০- ব্রাহ্মবালিকা বিদ্যালয় স্থাপিত হয়, সাধারণ ব্রাহ্ম সমাজের ১২তম প্রতিষ্ঠাতা দিবসে। ধর্মীয় ও নৈতিক নির্দেশের উপর ভিত্তি করে মেধামুখী প্রশিক্ষণ দেওয়াই ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। কলকাতায় এটি দ্বিতীয় বালিকা বিদ্যালয় ছিল।

১৯৭৫- ভারতের ২২তম রাজ্যের স্বীকৃতি পায় সিকিম। ভারতের উত্তর- পূর্বাঞ্চলের এই রাজ্যটি বর্তমানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সিকিমের ১১টি সরকারি ভাষার মধ্যে পড়ে নেপালি, সিকিমি, লেপচা, তামাং, লিম্বু, নেওয়ারি, রাই, গুরুং, মাগর, সানওয়ার ও ইংরেজি। জনসংখ্যার দিক থেকে সিকিম সর্বশেষ রাজ্য ও এলাকার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য।

 

 

Exit mobile version