সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ প্রশ্নোত্তর

schedule
2021-09-30 | 11:11h
update
2021-09-30 | 11:11h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

১. বিশ্ব জলদিবস কবে পালিত হয়?

(ক) ২২ মার্চ (খ) ২২ এপ্রিল (গ) ২২ জুলাই (ঘ) ২২ সেপ্টেম্বর

২. `গীতগোবিন্দ’ কার লেখা?

(ক) কালিদাস (খ) কৌটিল্য (গ) জয়দেব (ঘ) মহেন্দ্র বিক্রম

৩. সর্বোচ্চ প্রবেশদ্বার হিসেবে পরিচিত বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত?

(ক) মথুরা (খ) ললিতপুর (গ) ফতেপুর সিক্রি (ঘ) বরেলি

৪. লোকতাক হ্রদ কোথায় অবস্থিত?

(ক) অসম (খ) মণিপুর (গ) পশ্চিমবঙ্গ (ঘ) মধ্যপ্রদেশ

৫. ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন?

(ক) রজার বেকন (খ) রুডল্ফ ডিজেল (গ) রবার্ট ক্লাইভ (ঘ) রেনে ফ্র্যাঙ্ক

Advertisement

৬. আগা খান কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত?

(ক) ব্যাডমিন্টন (খ) হকি (গ) ফুটবল (ঘ) ক্রিকেট

৭. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

(ক) গিয়াসুদ্দিন তুঘলক (খ) ফিরোজশাহ তুঘলক (গ) মহম্মদ বিন তুঘলক (ঘ) কোনোটি সঠিক নয়

৮. নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক বনদিবস পালন করা হয়?

(ক) ১৫ মার্চ (খ) ২০ সেপ্টেম্বর (গ) ২১ মার্চ (ঘ) ৩০ ডিসেম্বর

৯. `দ্য বার্থ অব ট্র্যাজেডি’ কার লেখা?

(ক) ফ্রেডেরিখ নিতসে (খ) ইমানুয়েল কান্ট (গ) প্লেটো (ঘ) কনফুসিয়াস

১০. মহেন-জো-দারো কথাটির অর্থ কী?

(ক) সীমান্তবর্তী নগর (খ) মৃতের স্তূপ (গ) জীবিতের স্বপ্ন (ঘ) শান্তির দেশ

১১. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

(ক) লর্ড কনওয়ালিস (খ) ওয়ারেন হেস্টিংস (গ) জন শোর (ঘ) লর্ড বেন্টিঙ্ক

১২. নিম্নলিখিত কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়?

(ক) আগ্নেয় (খ) পাললিক (গ) রূপান্তরিত (ঘ) পাতালিক

১৩. নিম্নলিখিত কোন শহরকে সিটি অব লেকস বলা হয়?

(ক) কলকাতা (খ) কোচি (গ) আমেদাবাদ (ঘ) হায়দরাবাদ

১৪. আশুতোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?

(ক) ফুটবল (খ) হকি (গ) টেবিল টেনিস (ঘ) ক্রিকেট

১৫. ইবন বতুতা নিম্নলিখিত কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন?

(ক) আকবর (খ) মহম্মদ বিন তুঘলক (গ) ইলতুতমিস (ঘ) আলাউদ্দিন খলজি

১৬. আলোর বর্ণালি বিশ্লেষণ যন্ত্রের নাম কী?

(ক) হাইগ্রোমিটার (খ) হাইগ্রোস্কোপ (গ) ইন্টারফেরোমিটার (ঘ) কোনোটি সঠিক নয়

১৭. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

(ক) বৈশালী (খ) রাজগৃহ (গ) সারনাথ (ঘ) শ্রাবন্তী

১৮. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়র নাম কী?

(ক) মিহির সেন (খ) জি শঙ্কর (গ) আরতী সাহা (ঘ) কোনোটি সঠিক নয়

১৯. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

(ক) সিন্ধু (খ) রাভি (গ) গঙ্গা (ঘ) ব্রহ্মপুত্র

২০. মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন?

(ক) চার বছর (খ) পাঁচ বছর (গ) ছয় বছর (ঘ) সাত বছর

 

                                                               উত্তর

১. (ক) ২. (গ) ৩. (গ) ৪. (খ) ৫. (খ) ৬. (খ) ৭. (ক) ৮. (গ) ৯. (ক) ১০. (খ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (গ) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (খ) ২০. (গ)

 

 আরও প্রশ্নোত্তর দেখতে ক্লিক করুনAMP

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 01:57:37
Privacy-Data & cookie usage: