১. ক্যাথোড রশ্মির নামকরণ কে করেন?
(ক) ফ্যারাডে (খ) রাদারফোর্ড (গ) গোল্ডস্টাইন (ঘ) রন্টজেন
উঃ গোল্ডস্টাইন
২. কোন পদার্থ বিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি করেন?
(ক) বিক্রম সারাভাই (খ) প্রশান্তচন্দ্র মহলানবীশ (গ) মেঘনাদ সাহা (ঘ) সি ভি রমন
উঃ মেঘনাদ সাহা
৩. নিম্নলিখিত কোন জায়গাটি `ল্যান্ড অব হোয়াইট অর্কিড’ নামে পরিচিত?
(ক) কার্শিয়াং (খ) মেঘালয় (গ) সিকিম (ঘ) দার্জিলিং
উঃ কার্শিয়াং
৪. রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্বাস্তু দিবস কবে পালন করা হয়?
(ক) ১৯ নভেম্বর (খ) ১৫ মে (গ) ২০ জুন (ঘ) ৭ আগস্ট
উঃ ২০ জুন
৫. অজান্ত গুহা নিম্নলিখিত কোন যুগের স্থাপত্য?
(ক) গুপ্ত (খ) কুষাণ (গ) পল্লব (ঘ) কোনোটি সঠিক নয়
উঃ গুপ্ত
৬. তাপমাত্রা বাড়ার সাথে ধাতুর রোধে কি পরিবর্তন হয়?
(ক) একই থাকে (খ) কমে (গ) বাড়ে (ঘ) কোনোটি সঠিক নয়
উঃ বাড়ে
৭. কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন?
(ক) ভাস্কোদাগামা (খ) মেগাস্থিনিস (গ) ফা-হিয়েন (ঘ) হিউয়েন সাং
উঃ মেগাস্থিনিস
৮. নিম্নলিখিত কোনটি উদ্ভিদের সালোকসংশ্লেষকারী রঞ্জক পদার্থ?
(ক) ক্লোরোপ্লাস্ট (খ) অক্সিজেন (গ) ক্লোরোফিন (ঘ) ডিএনএ
উঃ ক্লোরোফিন
৯. পৃথিবীতে কোন দেশ রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
(ক) চিন (খ) জাপান (গ) ভারত (ঘ) বাংলাদেশ
উঃ জাপান
১০. স্বাধীন ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
(ক) ডঃ জাকির হুসেন (খ) জিএস পাঠক (গ) ভি ভি গিরি (ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
উঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
১১. বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
(ক) বাঁকুড়া (খ) পুরুলিয়া (গ) মুর্শিদাবাদ (ঘ) বীরভূম
উঃ বাঁকুড়া
১২. কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?
(ক) রবার্ট ব্রাউন (খ) ডি-ডুবে (গ) নল ও রুসকা (ঘ) মেন্ডা
উঃ রবার্ট ব্রাউন
১৩. `মেত্তর বাঁধ’ কোন নদীর উপর তৈরি করা হয়েছে?
(ক) গঙ্গা (খ) তাপ্তি (গ) কাবেরী (ঘ) গোদাবরী
উঃ কাবেরী
১৪. `চুক্কার’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(ক) টেনিস (খ) পোলো (গ) শ্যুটিং (ঘ) সাঁতার
উঃ পোলো
১৫. `সূর্য সিদ্ধান্ত’ বইটি কার লেখা?
(ক) সুশ্রুত (খ) আর্যভট্ট (গ) বরাহমিহির (ঘ) কোনোটি সঠিক নয়
উঃ বরাহমিহির
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন
general knowledge, general knowledge in bengali