Site icon জীবিকা দিশারী

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

General Knowledge in Bengali

১. কোন মুঘলরাজা তামাক ব্যবহার বন্ধ করেন?

উত্তরঃ ঔরঙ্গজেব

২. গ্রাম পঞ্চায়েত কত নম্বর ধারা থেকে সংগৃহীত?

উত্তরঃ ৪০ নম্বর ধারা

৩. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি?

উত্তরঃ জামা মসজিদ

৪. আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ হকি

৫. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মহারাষ্ট্র

৬. ইলবার্ট বিল কীসের সাথে সম্পর্কিত ছিল?

উত্তরঃ বিচারব্যবস্থা

৭. মহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি তেকে কোথায় স্থানান্তরিত করেন?

উত্তরঃ দেবগিরি

৮. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কী বলা হয়?

উত্তরঃ ভেক্টর

৯. সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে?

উত্তরঃ ৪০ নম্বর অনুচ্ছেদে

১০. রুদ্রপ্রয়াগ কোন দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত?

উত্তরঃ অলকানন্দা-মন্দাকিনী

১১. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?

উত্তরঃ পূর্ব আন্টাকর্টিকা

১২. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তরঃ উট

১৩. কত সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক চা দিবস ঘোষণা করেছিল?

উত্তরঃ ২০১৯ সালে

১৪. সম্প্রতি কে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ২৯ বার আরোহন করে রেকর্ড করেছেন?

উত্তরঃ কামি রিতা শেরপা

১৫. ২০২৪ সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার কাকে দেওয়া হয়েছে?

উত্তরঃ অলোক শুক্লা

প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন

 

Exit mobile version