সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর

2593
0
general knowledge in bengali

১. ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার কোথায় অবস্থিত?

ক. কলকাতা

খ. মুম্বই

গ. দিল্লি

ঘ. হায়দরাবাদ

২. ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?

ক. উইলিয়াম হার্ভে

খ. লুই পাস্তুর

গ. এডওয়ার্ড জেনার

ঘ. লিউওয়েনহক

৩. ভারতের সংবিধানের প্রথম খসড়া কে তৈরি করেছিলেন?

ক. জওহরলাল নেহরু

খ. ডঃ আম্বেদকর

গ. বি এন রাও

ঘ. খসড়া কমিটি

৪. “এসএসভি”-র সম্পূর্ণ কথাটি কী?

ক. স্ট্যাটিউটরি লিক্যুইডিটি ভেরিয়েবল

খ. স্টেট লেভেল ভ্যারিয়েশন

গ. স্যাটেলাইট লঞ্চ ভিকল

ঘ. সী-লঞ্চ ভিকল

৫. রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বুঝবার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে?

ক. আলোর প্রতিবিম্ব

খ. আলোর বিকিরণ

গ. আলোর প্রতিসরম

ঘ. আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

৬. নিম্নলিখিত কোনটি বেলজিয়ামের রাজধানী?

ক. প্রাগ

খ. সোফিয়া

গ. ব্রাসেলস

ঘ. ব্রাসিলিয়া

৭. “লুভর” মিউজিয়াম কোথায় অবস্থিত?

ক. লন্ডন

খ. ভেনিস

গ. প্যারিস

ঘ. আমেরিকা

৮. ইসরোর প্রথম স্যাটেলাইটের নাম কী ছিল?

ক. চন্দ্রযান

খ. চন্দ্রযান-১

গ. আর্যভট্ট

ঘ. কোনোটি সঠিক নয়

৯. পশ্চিমবঙ্গের কোন নদী “বাংলার দুঃখ” বলে পরিচিত?

ক. কংসাবতী

খ. গঙ্গা

গ. দামোদর

ঘ. সুবর্ণরেখা

১০. রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জল দেখায়?

ক. বৃহস্পতি

খ. শনি

গ. শুক্র

ঘ. মঙ্গল

১১. আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ক. ক্রিকেট

খ. হকি

গ. ফুটবল

ঘ. গলফ

১২. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. বেঙ্গালুরু

খ. হায়দরাবাদ

গ. তিরুবনন্তপুরম

ঘ. কোচি

১৩. পোখরান—১ পারমাণবিক পরীক্ষার সময় ভারতীয় পারমণবিক বৈজ্ঞানিকেরা নিম্নলিখিত কোন কোড নামটি ব্যবহার করেছিলেন?

ক. অপারেশন শক্তি

খ. অপারেশন স্মাইলিং বুদ্ধ

গ. অপারেশন সানসাইন

ঘ. অপারেশন ব্লু স্টার

১৪. আগ্রা দুর্গ কে তৈরি করেছিলেন?

ক. শাহজাহান

খ. আকবর

গ. মহম্মদ বিন তুঘলক

ঘ. হুমায়ুন

১৫. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে “লোকনায়ক” নাম পরিচিত?

ক. বাল গঙ্গাধর তিলক

খ. জয়প্রকাশ নারায়ণ

গ. লালা লাজপত রায়

ঘ. এম এস গোহওয়ালকার

 

উত্তর

১. (ক) ২. (ঘ) ৩. (গ) ৪. (গ) ৫. (ক) ৬. (গ) ৭. (গ) ৮. (গ) ৯. (গ) ১০. (গ) ১১. (খ) ১২. (ক) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (খ)