জেনারেল নলেজ প্রশ্নোত্তর

166
0
General Knowledge

১. সম্প্রতি বিতর্কিত জুডিশিয়াল রিফর্ম বিল পাশ করল কোন দেশ?

(ক) ঘানা (খ) মেক্সিকো (গ) চিলি (ঘ) আইসল্যান্ড

২. নিম্নলিখিত কোন ফুটবলার বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০টি গোল করলেন?

(ক) টমাস মুলার (খ) লিওলেন মেসি (গ) ক্রিশ্চিয়ান রোনাল্ডো (ঘ) নেইমার

৩. সম্প্রতি কোন দেশ কলেরাকে মহামারী ঘোষণা করেছে?

(ক) উগান্ডা (খ) সুদান (গ) ঘানা (ঘ) নাইজেরিয়া

৪. সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পাস মনস নিম্নলিখিত কোন গ্রহে রয়েছে?

(ক) পৃথিবী (খ) মঙ্গল (গ) শুক্র (ঘ) বৃহস্পতি

৫. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৪৫ সালে (খ) ১৯৪৬ সালে (গ) ১৯৪৮ সালে (ঘ) ১৯৫০ সালে

প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন

৬. সম্প্রতি বারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশকে ভীস্ম কিউবস উপহার দিলেন?

(ক) জাপান (খ) কুয়েত (গ) ইউক্রেন (ঘ) কোনোটি সঠিক নয়

৭. প্যারালিম্পিক প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?

(ক) ১৯৭৩ সালে (খ) ১৯৮০ সালে (গ) ১৯৮৯ সালে (ঘ) ১৯৮৮ সালে

৮. সম্প্রতি নর্থ চ্যানেল জয় করেছে বাংলার মেয়ে সায়নী দাস, তিনি কোন জেলার বাসিন্দা?

(ক) পূর্ব বর্ধমান (খ) হুগলী (গ) জলপাইগুড়ি (ঘ) পুরুলিয়া

৯. সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন?

(ক) হর্ষবর্ধন (খ) আর্যভট্ট (গ) বানভট্ট (ঘ) মহেন্দ্র বর্মণ

১০. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি?

(ক) বৈকাল (খ) কাস্পিয়ান সাগর (গ) সম্বর (ঘ) ভেম্বনাদ

উত্তর

১. (খ) ২. (গ) ৩. (খ) ৪. (খ) ৫. (গ) ৬ (গ) ৭. (ঘ) ৮. (ক) ৯. (খ) ১০. (খ)