জেনারেল নলেজ প্রশ্নোত্তর

259
0
General Knowledge Question & Answers

১. রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র দেন?

(ক) প্রধানমন্ত্রী (খ) রাজ্যপাল (গ) উপরাষ্ট্রপতি (ঘ) বিচারপতি

২. নিম্নলিখিত কোনটি অতিবেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে?

(ক) আয়োনোস্ফিয়ার (খ) ট্রোপোস্ফিয়ার (গ) ওজোনোস্ফিয়ার (ঘ) থার্মোস্ফিয়ার

৩. ‘ডিউস’ কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়?

(ক) বিলিয়ার্ডস (খ) ব্যাডমিন্টন (গ) বেসবল (ঘ) বাস্কেটবল

৪. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন?

(ক) ভারতের প্রধান বিচারপতি (খ) রাষ্ট্রপতি (গ) প্রধানমন্ত্রী (ঘ) আইনমন্ত্রী

৫. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

(ক) লর্ড কার্জন (খ) লর্ড বেন্টিঙ্ক (গ) লর্ড ক্লাইভ (ঘ) লর্ড হেস্টিংস

৬. ‘মানবিধাকার দিবস’ প্রতিবছর কোন তারিখে পালন করা হয়?

(ক) ১৪ নভেম্বর (খ) ১০ ডিসেম্বর (গ) ২০ জানুয়ারি (ঘ) ১৯ ফেব্রুয়ারি

৭. কুচিপুড়ি কোন দেশের নৃত্য?

(ক) আসাম (খ) কেরালা (গ) ওড়িশ্যা (ঘ) অন্ধ্রপ্রদেশ

৮. হলদিঘাটের যুদ্ধ কবে হয়?

(ক) ১৫২৬ খ্রিঃ (খ) ১৫৭৬ খ্রিঃ (গ) ১৯৫৬ খ্রিঃ (ঘ) ১৫২৭ খ্রিঃ

৯. সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন?

(ক) ১৯৩৭ সালে (খ) ১৯৩৮ সালে (গ) ১৯৩৯ সালে (ঘ) ১৯৪০ সালে

১০. চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত?

(ক) বন্যপ্রাণী সংরক্ষণ (খ) বনভূমি সংরক্ষণ (গ) অর্গানিক কৃষি (ঘ) মৃত্তিকা সংরক্ষণ

 

উত্তর

১. (গ) ২. (গ) ৩. (খ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (ঘ) ৮. (খ) ৯. (গ) ১০. (খ)