জেনারেল নলেজ প্রশ্নোত্তর

schedule
2023-04-24 | 13:36h
update
2023-04-24 | 13:36h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

১. ধাতু খোদাইদের কাজে কোন অ্যাসিড ব্যবহৃত হয়?

(ক) নাইট্রিক অ্যাসিড (খ) সালফারিক অ্যাসিড (গ) অ্যামোনিয়া সল্যুশন (ঘ) কোনোটি সঠিক নয়

২. মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কী?

(ক) ক্যালসিয়াম ক্লোরাইড (খ) ক্যালসিয়াম অক্সাইড (গ) ক্যালসিয়াম হাইড্রক্সাইড (ঘ) ক্যালসিয়াম কার্বনেট

৩. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কী?

(ক) বালি (খ) মাটি (গ) ইট (ঘ) কোনোটি সঠিক নয়

৪. ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?

(ক) খরগোশ (খ) মাছ (গ) কচ্ছপ (ঘ) কোনোটি সঠিক নয়

৫. কার্বাইড বাতিতে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কী?

Advertisement

(ক) অ্যাসিটিলিন (খ) মিথেন (গ) ইথেন (ঘ) কোনোটি সঠিক নয়

৬. কোন বর্ণের আলোচর চ্যুতি সবথেকে বেশি?

(ক) লাল (খ) বেগুনি (গ) সবুজ (ঘ) নীল

৭. সবুজ কাচের ভিতর দিয়ে লাল ফুলটিকে দেখলে কান রঙের দেখাবে?

(ক) সবুজ (খ) আকাশি (গ) নীল (ঘ) কালো

৮. নিম্নলিখিত কোন পদার্থটির দ্রবণের উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায়?

(ক) চিনি (খ) সাধারণ লবণ (গ) কলিচুন (ঘ) কোনোটি সঠিক নয়

৯. প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন হয় কোন ভিটামিন?

(ক) ভিটামিন সি (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটি সঠিক নয়

১০. প্রোটন কণিকা কে আবিষ্কার করেন?

(ক) আলেকজান্ডার ফ্লেমিং (খ) ওপেন হেমার (গ) আরনেস্ট রাদারফোর্ড (ঘ) জে জে থমসন

১১. `প্রার্থনা সমাজ’ কে প্রতিষ্ঠা করেন?

(ক) রাজা রামমোহন রায় (খ) দয়ানন্দ সরস্বতী (গ) আত্মারাম পান্ডুরঙ্গ (ঘ) তুলসী রাম

১২. `ভারতের আইনস্টাইন’ কাকে বলা হয়?

(ক) মেঘনাদ সাহা (খ) সি ভি রমন (গ) সত্যেন্দ্রনাথ বোস (ঘ) জগদীশ চন্দ্র বসু

১৩. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?

(ক) তাপ্তি (খ) নর্মদা (গ) কৃষ্ণা (ঘ) গোদাবরী

১৪. রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

(ক) ফুটবল (খ) ক্রিকেট (গ) পোলো (ঘ) হকি

১৫. বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়?

(ক) ২১ অক্টোবর (খ) ২৪ অক্টোবর (গ) ৩০ অক্টোবর (ঘ) ৩০ নভেম্বর

উত্তর

১. (ক) ২. (ঘ) ৩. (ক) ৪. (খ) ৫. (ক) ৬. (ক) ৭. (ঘ) ৮. (গ) ৯. (গ) ১০. (গ) ১১. (গ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (খ)

 জেনারেল নলেজ প্রশ্নোত্তর

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 15:39:07
Privacy-Data & cookie usage: