চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজ প্রশ্নোত্তর

1742
0
General Knowledge, GK, Exam Preparation

১. সদ্যপ্রয়াত ভারতবর্ষের চিফ অব ডিফেন্স স্টাফ শ্রী বিপিন রাওয়াত কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?

উত্তর: উত্তরাখণ্ড

২. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়?

উত্তর: ১০ ডিসেম্বর

৩. `চেকমেট’ শব্দবন্ধটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

উত্তর: দাবা

Courtesy: MasterClass

৪. কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর: রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি

৫. প্রথম `পদ্মবিভূষণ’ পুরস্কারের প্রাপক কে ছিলেন?

উত্তর: সত্যেন্দ্রনাথ বোস

৬. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তর: গ্রিনল্যান্ড

৭. ভারতীয় সংসদের উচ্চকক্ষ কী নামে পরিচিত?

উত্তর: রাজ্যসভা

৮. `ধূমকেতু’ কার ছদ্মনাম?

উত্তর: কাজি নজরুল ইসলাম

৯. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?

উত্তর: কৃষ্ণা নদী

১০. হায়দরাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত?

উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল

১১. পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক?

উত্তর: নিরক্ষরেখায়

১২. বিশ্ব জলদিবস কবে পালন করা হয়?

উত্তর: ২২ মার্চ

১৩. ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে?

উত্তর: অ্যাডভোকেট জেনারেল

১৪. `কিয়োটো প্রোটোকল’ কীসের সঙ্গে সম্পর্কিত?

উত্তর: পরিবেশ দূষণ

১৫. ১৯৮৬ সালে চের্নোবিলে যে দুর্ঘটনাটি ঘটেছিল তা মূলত কী ধরনের দুর্ঘটনা?

উত্তর: পরমাণু তেজস্ক্রিয়তাজনিত

১৬. বিমানের ব্ল্যাক বক্সের রঙ কী হয়?

উত্তর: কমলা

Courtesy: The New York Times

১৭. `পম্পাস’ তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়?

উত্তর: দক্ষিণ আমেরিকা

১৮. কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবিহার (বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠা করেন?

উত্তর: ধর্মপাল

১৯. ভারতবর্ষের কোন রাজ্যকে `ঈশ্বরের নিজের দেশ’ (God’s Own Country) বলা হয়?

উত্তর: কেরালা

২০. `রাইডার কাপ’ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

উত্তর: গলফ