Site icon জীবিকা দিশারী

চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজ প্রশ্নোত্তর

General Knowledge, GK, Exam Preparation

১. সদ্যপ্রয়াত ভারতবর্ষের চিফ অব ডিফেন্স স্টাফ শ্রী বিপিন রাওয়াত কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?

উত্তর: উত্তরাখণ্ড

২. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়?

উত্তর: ১০ ডিসেম্বর

৩. `চেকমেট’ শব্দবন্ধটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

উত্তর: দাবা

Courtesy: MasterClass

৪. কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর: রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি

৫. প্রথম `পদ্মবিভূষণ’ পুরস্কারের প্রাপক কে ছিলেন?

উত্তর: সত্যেন্দ্রনাথ বোস

৬. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তর: গ্রিনল্যান্ড

৭. ভারতীয় সংসদের উচ্চকক্ষ কী নামে পরিচিত?

উত্তর: রাজ্যসভা

৮. `ধূমকেতু’ কার ছদ্মনাম?

উত্তর: কাজি নজরুল ইসলাম

৯. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?

উত্তর: কৃষ্ণা নদী

১০. হায়দরাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত?

উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল

১১. পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক?

উত্তর: নিরক্ষরেখায়

১২. বিশ্ব জলদিবস কবে পালন করা হয়?

উত্তর: ২২ মার্চ

১৩. ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে?

উত্তর: অ্যাডভোকেট জেনারেল

১৪. `কিয়োটো প্রোটোকল’ কীসের সঙ্গে সম্পর্কিত?

উত্তর: পরিবেশ দূষণ

১৫. ১৯৮৬ সালে চের্নোবিলে যে দুর্ঘটনাটি ঘটেছিল তা মূলত কী ধরনের দুর্ঘটনা?

উত্তর: পরমাণু তেজস্ক্রিয়তাজনিত

১৬. বিমানের ব্ল্যাক বক্সের রঙ কী হয়?

উত্তর: কমলা

Courtesy: The New York Times

১৭. `পম্পাস’ তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়?

উত্তর: দক্ষিণ আমেরিকা

১৮. কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবিহার (বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠা করেন?

উত্তর: ধর্মপাল

১৯. ভারতবর্ষের কোন রাজ্যকে `ঈশ্বরের নিজের দেশ’ (God’s Own Country) বলা হয়?

উত্তর: কেরালা

২০. `রাইডার কাপ’ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

উত্তর: গলফ

 

Exit mobile version