১। নিম্নলিখিত কোনটি নরওয়ের রাজধানী?
(ক) মাদ্রিদ (খ) ওসলো (গ) প্যারিস (ঘ) ভিয়েনা
উত্তরঃ ওসলো
২। কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত?
(ক) নিউজিল্যান্ড (খ) তুর্কি (গ) স্পেন (ঘ) বেলজিয়াম
উত্তরঃ বেলজিয়াম
৩। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটিকে জলের মধ্যে সংরক্ষণ করা হয়?
(ক) পটাশিয়াম (খ) সোডিয়াম (গ) লাল ফসফরাস (ঘ) শ্বেত ফসফরাস
উত্তরঃ শ্বেত ফসফরাস
৪। একটি বস্তুর গতিবেগ এবং একটি শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয়——-
(ক) ম্যাজিক সংখ্যা (খ) ল্যাপ্লাস সংখ্যা (গ) স্বাভাবিক সংখ্যা (ঘ) ম্যাক সংখ্যা
উত্তরঃ ম্যাক সংখ্যা
৫। মার্বেলের রাসায়নিক নাম কী?
(ক) সোডিয়াম কার্বনেট (খ) পটাশিয়াম কার্বনেট (গ) ক্যালসিয়াম কার্বনেট (ঘ) ম্যাগনেশিয়াম সালফেট
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট
৬। ‘বিহু’ ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী?
(ক) অসম (খ) মণিপুর (গ) মেঘালয় (ঘ) ত্রিপুরা
উত্তরঃ অসম
৭। ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি’ – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) নিউইয়র্ক (খ) জেনেভা (গ) ভিয়েনাা (ঘ) প্যারিস
উত্তরঃ ভিয়েনা
৮। সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
(ক) ওয়েলেসলি (খ) আর্মহাস্ট (গ) উইলিয়াম বেন্টিঙ্ক (ঘ) হেস্টিংস
উত্তরঃ উইলিয়াম বেন্টিঙ্ক
৯। দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সাম্রাজ্ঞী কে ছিলেন?
(ক) মেহেরউন্নিসা (খ) মমতাজ মহল (গ) সুলতানা রাজিয়া (ঘ) কোনোটি সঠিক নয়
উত্তরঃ সুলতানা রাজিয়া
১০। দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন?
(ক) ইলতু্ৎমিস (খ) ফিরোজ শাহ তুঘলক (গ) মহম্মদ বিন তুঘলক (ঘ) বলবন
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
১১। স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) সি.আর দাশ এবং মতিলাল নেহেরু (খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জ্জী (গ) হাকিম আজমল খান (ঘ) বাল গঙ্গাধক তিলক
উত্তরঃ সি.আর দাশ এবং মতিলাল নেহেরু
১২। নদীর কোন প্রবাহে ব-দ্বীপ গঠিত হয়?
(ক) উচ্চ বা পার্বত্য প্রবাহে (খ) মধ্য বা উপত্যকা প্রবাহে (গ) নিম্ন বা সমভূমি প্রবাহে (ঘ) কোনোটি সঠিক নয়
উত্তরঃ নিম্ন বা সমভূমি প্রবাহে
১৩। ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ গ্রন্থটি কোন পদার্থবিদের লেখা?
(ক) আইজ্যাক নিউটন (খ) অ্যালবার্ট (গ) স্টিফেন হকিং (ঘ) রবার্ট বয়েল
উত্তরঃ স্টিফেন হকিং
১৪। মহাত্মা গান্ধি কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
(ক) ১৯২১ (খ) ১৯২৪ (গ) ১৯২৬ (ঘ) ১৯৩০
উত্তরঃ ১৯২৪
১৫। শিখদের নবম গুরু কে ছিলেন?
(ক) গুরু রামদাস (খ) গুরু গোবিন্দ সিং (গ) গুরু তেগ বাহাদুর (ঘ) গুরু অমরদাস
উত্তরঃ গুরু তেগ বাহাদুর