জেনারেল স্টাডিজ প্রশ্নোত্তর

317
0
General Knowledge

১। মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি?

(ক) বৈকাল (খ) উলার (গ) গোবিন্দ বল্লভ পন্ত সাগর

উত্তর: গোবিন্দ বল্লভ পত্ন সাগর

২। দাক্ষিণাত্যের দীর্ঘতম নদী কোনটি?

(ক) কাবেরী (খ) নর্মদা (গ) গোদাবরী (ঘ) কৃষ্ণা

উত্তর: গোদাবরী

৩। ক্ষেত্রফল ভিত্তিক ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

(ক) মধ্যপ্রদেশ (খ) রাজস্থান (গ) মহারাষ্ট্র (ঘ) অন্ধ্রপ্রদেশ

উত্তর: রাজস্থান

৪। পালঘাট কোন দুটি রাজ্যের সাথে সংযোগ রক্ষা করে?

(ক) সিকিম এবং তামিলনাড়ু (খ) মহারাষ্ট্র এবং গুজরাট (গ) কেরালা এবং তামিলনাড়ু (ঘ) অরুনাচল প্রদেশ এবং সিকিম

উত্তর: কেরালা এবং তামিলনাড়ু

৫। জওহর টানেল কোন রাজ্যে অবস্থিত?

(ক) জম্মু ও কাশ্মীর (খ) মহারাষ্ট্র (গ) কর্ণাটক (ঘ) হিমাচল প্রদেশ

উত্তর: জম্মু ও কাশ্মীর

৬। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

(ক) রাজস্থান (খ) অন্ধ্রপ্রদেশ (গ) কর্নাটক (ঘ) আসাম

উত্তর: কর্নাটক

৭। দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়?

(ক) কোয়েম্বাটুর (খ) বেঙ্গালুরু (গ) চেন্নাই (ঘ) মাদুরাই

উ্তর: কোয়েম্বাটুর

৮। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়?

(ক) দামোদর (খ) কোশী (গ) শোন (ঘ) গন্ডক

উত্তর: কোশী

৯। চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত?

(ক) বন্যপ্রাণী সংরক্ষণ (খ) বনভূমি সংরক্ষণ (গ) অর্গানিক কৃষি (ঘ) মৃত্তিকা সংরক্ষণ

উত্তর: বনভূমি সংরক্ষণ

১০। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

(ক) মারাঠা এবং আফগান (খ) মারাঠা এবং মুঘল (গ) মুঘল এবং আফগান (ঘ) মারাঠা এবং রাজপুত

উত্তর: মারাঠা এবং আফগান

১১। ইবনবতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?

(ক) মরক্কো (খ) পার্সিয়া (গ) তুর্কি (ঘ) মধ্য এশিয়া

উত্তর: মরক্কো

১২। খাজুরাহো মন্দিরটি কে নির্মাণ করেন?

(ক) হোলকার (খ) সিন্দিয়া (গ) বুন্দেলা রাজপুত (ঘ) চান্দেলা রাজপুত

উত্তর: চান্দেলা রাজপুত

১৩। মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেন?

(ক) পল্লব (খ) পাণ্ডব (গ) চোল (ঘ) চালুক্য

উত্তর: পল্লব

১৪। নিম্নলিখিত কোন সালে প্রথম মানুষের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়?

(ক) ১৯৪৭ (খ) ১৯৫৭ (গ) ১৯৬৭ (ঘ) ১৯৭৭

উত্তর: ১৯৬৭

১৫। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে?

(ক) কেরালা (খ) কর্নাটক (গ) তামিলনাড়ু (ঘ) কোনোটি সঠিক নয়

উত্তর: কেরালা