Site icon জীবিকা দিশারী

সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর

gk in bengali

১) ডিনামাইট কে আবিষ্কার করেন?

(ক) মাইকেল ফ্যারাডে (খ) আলফ্রেড নোবেল (গ) রবার্ট হুক (ঘ) টমাস আলভা এডিসন

২) কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়?

(ক) পরিকল্পনা কমিশন (খ) ক্রিপস মিশন (গ) সংবিধান মিশন (ঘ) ক্যাবিনেট মিশন

৩) `ব্লু বেবি সিনড্রোম’ রোগটি কিসের জন্য হয়?

(ক) অতিরিক্ত সালফারের জন্য (খ) অতিরিক্ত ফসফরাসের জন্য

(গ) অতিরিক্ত নাইট্রেটের জন্য (ঘ) এর কোনোটি সঠিক নয়

৪) রাশিয়ার নতুন সংবিধান অনুসারে ভ্রাদিমির পুতিন

কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন?

(ক) ২০৩০ সাল (খ) ২০৩৬ সাল

(গ) ২০৩৫ সাল (ঘ) এর কোনোটি সঠিক নয়

৫) ক্রিকেট খেলায় নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়?

(ক) টি (খ) পেনাল্টি কর্নার (গ) ফল্ট (ঘ) সিলি পয়েন্ট

৬) সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হল …………..

(ক) আয়োডিন (খ) ব্রোমিন (গ) হাইড্রোজেন (ঘ) কোনোটি সঠিক নয়

৭) মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন?

(ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায় (খ) দয়ারাম সাহানি (গ) ক ও খ দুটোই ঠিক (ঘ) এর কোনোটি সঠিক নয়

৮) ভারত সরকারের নিম্নলিখিত কোন মন্ত্রক আর্থিক নীতি প্রণয়ন করে?

(ক) প্রতিরক্ষা (খ) অর্থ (গ) মানব সম্পদ (ঘ) স্বরাষ্ট্র

৯) রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন ছদ্মনামে লিখতেন?

(ক) পরশুরাম (খ) বীরবল (গ) বনফুল (ঘ) ভানুসিংহ

১০) মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়?

(ক) ওয়াল স্ট্রিট জার্নাল (খ) সায়েন্টিফিক আমেরিকান (গ) নিউ ইয়র্ক টাইমস (ঘ) ওয়াশিংটন পোস্ট

১১) কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎ‌সার জন্য কার্যকরী?

(ক) ভিটামিন সি (খ) ভিটামিন এ (গ) ভিটামিন বি (ঘ) ভিটামিন কে

১২) দেশের প্রথম ট্রাম লাইব্রেরি কোথায় চালু হয়েছে?

(ক) জয়পুর (খ) কলকাতা (গ) দিল্লি (ঘ) মুম্বই

১৩) নিম্নলিখিত কোন গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত?

(ক) পিটুইটারি গ্রন্থি (খ) অ্যাড্রিনাল গ্রন্থি (গ) থাইরয়েড গ্রন্থি (ঘ) কোনোটি সঠিক নয়

১৪) নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন?

(ক) ঋগ্বেদ (খ) সামবেদ (গ) যজুর্বেদ (ঘ) অথর্ববেদ

১৫) হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?

(ক) ১৫৫৬ সালে (খ) ১৫৬৫ সালে (গ) ১৫৭৬ সালে (ঘ) ১৫৮৬ সালে

১৬) নিম্নলিখিত কোন উপাদানটি আমলকীতে বেশি পরিমাণে থাকে?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি

১৭) সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের সর্বোচ্চ বয়সসীমা কত?

(ক) ৬২ বছর (খ) ৬৩ বছর

(গ) ৬৪ বছর (ঘ) ৬৫ বছর

১৮) প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়?

(ক) ৪ জুলাই (খ) ২৫ জুন (গ) ৩১ জুলাই (ঘ) ৫ জুন

১৯) ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনটি করা হয় কত সালে?

(ক) ১৯৫০ সালে (খ) ১৯৫১ সালে

(গ) ১৯৬০ সালে (ঘ) ১৯৬১ সালে

২০) সিন্ধু সভ্যাতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না?

(ক) লোহা (খ) তামা (গ) টিন (ঘ) এর কোনোটি সঠিক নয়

 

উত্তর
১. (খ)  ২. (ঘ) ৩. (গ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (ক) ৮. (খ) ৯. (ঘ) ১০. (খ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (ঘ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (ক)
Exit mobile version