জেনারেল নলেজ প্রশ্নোত্তর

796
0
General Knowledge Questions & Answers

১. ৩৭ তম ন্যাশনাল গেমস কোথায় আয়োজিত হবে?

(ক) আসাম (খ) সিকিম (গ) মেঘালয় (ঘ) গোয়া

২. ২০২২ সালের `উইম্যান্স সিঙ্গেলস’ বিভাগে `ফ্রেঞ্চ ওপেন’ বিজেতা ইগা সুইয়াটেক কোন দেশের অধিবাসী?

(ক) স্পেন (খ) জাপান (গ) নরওয়ে (ঘ) পোল্যান্ড

৩. `কারাবাও কাপ’ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

(ক) ক্রিকেট (খ) ব্যাডমিন্টন (গ) ফুটবল (ঘ) হকি

৪. দক্ষিণ- পশ্চিম মৌসুমী বায়ু কেরালা-তে কখন পৌঁছয়?

(ক) জুন মাসের প্রথম সপ্তাহে (খ) মে মাসের শেষ সপ্তাহে

(গ) জুন মাসের শেষ সপ্তাহে (ঘ) জুলাই মাসের প্রথম সপ্তাহে

৫. নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বতশ্রেণিতে অবস্থিত?

(ক) হিমালয় (খ) সহ্যাদ্রি (গ) বিন্ধ্য (ঘ) কারাকোরাম

৬. নিম্নলিখিত কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?

(ক) কলকাতা (খ) দিল্লি (গ) মুম্বই (ঘ) কোনোটি সঠিক নয়

৭. নিম্নলিখিত কে ভারতকে নেতৃত্বের জাদুঘর বলে অ্যাখ্যা দিয়েছেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) বাল গঙ্গাধর তিলক (গ) দয়ারাম সাহানি (ঘ) ভিনসেন্ট স্মিথ

৮. তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থার পরিবর্তনকে কি বলা হয়?

(ক) বাষ্পীভবন (খ) তরলীকরণ (গ) অম্লীকরণ (ঘ) ঘনীভবন

৯. `লেমরু হস্তী সংরক্ষণ’ কোন রাজ্যে অবস্থিত?

(ক) ছত্তিশগড় (খ) মহারাষ্ট্র (গ) বিহার (ঘ) রাজস্থান

১০. জাতীয় সিভিল সার্ভিস দিবস কবে পালন করা হয়?

(ক) ২০ এপ্রিল (খ) ২১ এপ্রিল (গ) ২২ এপ্রিল (ঘ) ২৩ এপ্রিল

১১. মাউন্ট এভারেস্ট জয়ী সর্বকনিষ্ঠ মহিলা কে?

(ক) তামায়ে ওয়াতনবে (খ) মালাভাত পূর্ণা (গ) মালাভাত শর্মা (ঘ) জুনকো তবেই

১২. নিম্নলিখিত কোনটি ভারতের সর্বশেষ গঠিত রাজ্য?

(ক) উত্তরাখণ্ড (খ) ঝাড়খণ্ড (গ) ছত্তিশগড় (ঘ) তেলেঙ্গানা

১৩. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?

(ক) উত্তরপ্রদেশ (খ) তামিলনাড়ু (গ) মহারাষ্ট্র (ঘ) মধ্যপ্রদেশ

১৪. জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়?

(ক) ১১ মে (খ) ১২ মে (গ) ১৩ মে (ঘ) ১৪ মে

১৫. কোন দেশ গ্রীষ্মকালে খ্রিষ্টমাস পালন করে?

(ক) কানাডা (খ) আমেরিকা (গ) লন্ডন (ঘ) অষ্ট্রেলিয়া

উত্তর

১. (ঘ) ২. (ঘ) ৩. (গ) ৪. (ক) ৫. (ক) ৬. (গ) ৭. (ঘ) ৮. (ক) ৯. (ক) ১০. (খ) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (ঘ)