জেনারেল নলেজ প্রশ্নোত্তর

schedule
2023-05-03 | 16:00h
update
2023-05-06 | 07:54h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

১. `নন্দীদেবী বায়োস্ফিয়ার’ কোন রাজ্যে অবস্থিত?

(ক) উত্তরাখণ্ড (খ) অসম (গ) ত্রিপুরা (ঘ) মেঘালয়

২. ‘Indian Air Force Academy’ কোথায় অবস্থিত?

(ক) দেরাদুন (খ) মুম্বাই (গ) গান্ধীনগর (ঘ) হায়দ্রাবাদ

৩. `চণ্ডীমঙ্গল’ গ্রন্থের রচয়িতা কে?

(ক) পার্শ্বনাথ (খ) রাজ শেখর (গ) মুকুন্দরাম চক্রবর্তী (ঘ) আমির খসরু

৪. `প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’ কবে গঠিত হয়?

(ক) ১৯৪৭ সালে (খ) ১৯৪৮ সালে (গ) ১৯৪৯ সালে (ঘ) ১৯৫০ সালে

৫. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

(ক) শুরুশিখর (খ) কাঞ্চনজঙ্ঘা (গ) অমরকন্টক (ঘ) মহেন্দ্রগিরি

Advertisement

৬. নাথুলা গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত?

(ক) জম্মু ও কাশ্মীর (খ) হিমাচল প্রদেশ (গ) সিকিম (ঘ) অরুনাচল প্রদেশ

৭. পাইক বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

(ক) ১৮১৭ সালে (খ) ১৭৮৩ সালে (গ) ১৭৭২ সালে (ঘ) ১৮৮৫ সালে

৮. নিম্নলিখিত কোনটি কাঁচাফল পাকাতে ব্যবহৃত হয়?

(ক) ইথিলিন (খ) ইথেন (গ) এসিটিলিন (ঘ) মিথেন

৯. মরু অঞ্চলের মরীচিকা নিম্নলিখিত কোনটির প্রাকৃতিক উদাহরণ?

(ক) সাধারণ প্রতিফলন (খ) প্রতিসরণ (গ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (ঘ) কোনোটি সঠিক নয়

১০. `মর্লেমিন্টো সংস্কার’ আইন কবে পাশ হয়?

(ক) ১৭০৯ সালে (খ) ১৮০৯ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) কোনোটি সঠিক নয়

১১. `সতীদাহ প্রথা’ কত সালে নিষিদ্ধ হয়?

(ক) ১৮২৮ সালে (খ) ১৮২৯ সালে (গ) ১৯৩০ সালে (ঘ) ১৯৩১ সালে

১২. ভারতের রাষ্ট্রপতি পদ প্রার্থীর সর্বনিম্ন বয়স কত বছর?

(ক) ৫৫ বছর (খ) ৩০ বছর (গ) ২৫ বছর (ঘ) ৩৫ বছর

১৩. মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত?

(ক) মুম্বাই (খ) পাঞ্জাব (গ) দিল্লি (ঘ) গুজরাট

১৪. মায়ানমারের মুদ্রার নাম কী?

(ক) টেঙ্গে (খ) ইয়েন (গ) রিয়াল (ঘ) কিয়াত

১৫. `স্বত্ব বিলোপ নীতি’ কে প্রবর্তন করেন?

(ক) লর্ড ক্যানিং (খ) উইলিয়াম হেস্টিং (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লর্ড ডালহৌসি

 

উত্তর

১. (ক) ২. (ঘ) ৩. (গ) ৪. (ক) ৫. (ক) ৬. (গ) ৭. (ক) ৮. (ক) ৯. (গ)

১০. (গ) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ঘ)

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 02:53:28
Privacy-Data & cookie usage: