গোয়া শিপইয়ার্ডে বিভিন্ন পদে ২৫৩ কর্মী নিয়োগ

1169
0
Goa Shipyard recruitment 2022

গোয়া শিপইয়ার্ড লিমিটেডে সুপারিন্টেনডেন্ট, প্লাম্বার, মেকানিক, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে ২৫৩ জন নিয়োগ করা হবে (goa shipyard recruitment 2022)।

নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর: ০৪/ ২০২২।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট (হিন্দি ট্র্যান্সলেটর): ১, স্ট্রাকচারাল ফিটার: ৩৪, রেফ্রিজেরেশন অ্যান্ড এসি মেকানিক: ২, ওয়েল্ডার: ১২, থ্রিজি ওয়েল্ডার: ১০,

ইলেক্ট্রনিক মেকানিক: ১৬, ইলেক্ট্রিক্যাল মেকানিক: ১১, প্লাম্বার: ২, মোবাইল ক্রেন অপারেটর: ১, প্রিন্টার কাম রেকর্ড কিপার: ১, কুক: ৪, অফিস অ্যাসিস্ট্যান্ট: ৭,

অফিস অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স/ ইন্টারনাল অডিট): ৪, স্টোর অ্যাসিস্ট্যান্ট: ১, ইয়ার্ড অ্যাসিস্ট্যান্ট: ১০, জুনিয়র ইনস্ট্রাক্টর: ২, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১,

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (স্টোর-মেকানিক্যাল): ৮, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (স্টোর ইলেক্ট্রিক্যাল): ৭, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল- মেকানিক্যাল): ১২,

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল ইলেক্ট্রিক্যাল): ৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল ইলেক্ট্রনিক্স): ৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল): ২১,

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল): ১৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রনিক্স): ৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (শিপবিল্ডিং): ২১,

সিভিল অ্যাসিস্ট্যান্ট: ২, ট্রেনি ওয়েল্ডার: ১০, ট্রেনি জেনারেল ফিটার: ৩, আনস্কিল্ড: ২০।

বয়সসীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: স্ট্রাকচারাল ফিটার: স্ট্রাকচারাল ফিচার/ ফিটার/ ফিটার জেনারেল/ শিট মেটাল ওয়ার্কার ট্রেডে আইটিআই এবং এনসিটিভিটি (ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট) সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা।

রেফ্রিজেরেশন অ্যান্ড এসি মেকানিক, ওয়েল্ডার, থ্রিজি ওয়েল্ডার, ইলেক্ট্রনিক মেকানিক, ইলেক্ট্রিক্যাল মেকানিক, প্লাম্বার: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ সঙ্গে দু বছরের অভিজ্ঞতা।

আনস্কিল্ড: এসএসসি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা।

আবেদনের পদ্ধতি: www.goashipyard.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৮ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (goa shipyard recruitment 2022)।