ট্যুইটার, ফেসবুককে কাজে লাগিয়ে অভিনব প্রতিবাদ সরকারি চাকরিপ্রার্থীদের

schedule
2020-09-07 | 13:48h
update
2020-09-07 | 13:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ক্রমশ জটিল হয়ে উঠেছে সরকারি চাকরির ভবিষ্যৎ কেন্দ্রীয় থেকে রাজ্য স্তরের অজস্র গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগের প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ে রয়েছে তার উপর কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘ ছয় মাস সাধারণ জীবনযাপন স্তব্ধ হয়ে যাওয়ায় সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো আশার আলো দেখতে পারছেন না পরীক্ষার্থীরা বাধ্য হয়েই এক অভিনব পদ্ধতিতে প্রতিবাদ তুলে ধরছেন সরকারি চাকরিপ্রাথীদের এক বিশাল অংশ

সামাজিক প্রচার মাধ্যমগুলিতে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছেন প্রার্থীরা ট্যুইটার, ফেসবুককে ব্যবহার করে জাতীয় স্তরে বিভিন্ন স্টাডি গ্রুপ, স্টুডেন্ট গ্রুপ থেকে বিশাল আকারে প্রতিবাদ শুরু হয়েছে একযোগে ট্যুইটার-এ হ্যাশট্যাগ ট্রেন্ডিং ক্যাম্পেন করতে শুরু করেছেন কয়েক লক্ষ-লক্ষ সরকারি চাকরিপ্রার্থী ফলাফল মিলছেও হাতে-নাতে গত ২ আগস্ট থেকে ট্যুইটার-এ দীর্ঘদিন আটকে থাকা রেলের একাধিক পরীক্ষা নিয়ে প্রতিবাদ শুরু হয় #SpeakUpforRailwayexam, #SpeakUpforSSCRailwayStudents ট্রেন্ডিং হতে শুরু করে দেখা যায় শনিবার তড়িঘড়ি কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গয়াল ডিসেম্বর থেকে রেলের এনটিপিসির একাধিক পরীক্ষা নেওয়ার কথা জানান রেল থেকেও সরকারিভাবে পরীক্ষার কথা ঘোষণা করা হয়

Advertisement

কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক পরীক্ষার জন্যে আমাদের রাজ্যেরও বিপুলসংখ্যক পরীক্ষার্থী ডিজিট্যাল ক্যাম্পেন-এ অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বহু পরীক্ষার ব্যাপারে নিশ্চয়তা নেই, দীর্ঘদিন স্কুল সার্ভিসে নিয়োগ আটকে, মামলায় জর্জরিত আপার প্রাইমারিও, রাজ্য গ্রুপ ডি পরীক্ষার শেষ দু বছর কোনো আপডেট নেই, ওয়েটিং লিস্ট প্রাথীরা আলাদা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের খবর উধাও, এছাড়াও আরো একাধিক পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে এমত অবস্থায় ৮ সেপ্টেম্বর রাজ্য পিএসসি পরীক্ষা নিয়ে ডিজিটাল ক্যাম্পেন-এর লক্ষ্য নেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের তরফে #SpeakUpforWBPSC, #SpeakUpforWBRecruitment, #SpeakUpforWBSSC, এরকম একাধিক ট্রেন্ডিং কোড বেছে নিয়েছেন চাকরীপ্রার্থীরা  বেছে নিয়েছেন অভিনব আন্দোলনের পথ আশায় রয়েছেন পরিস্থিতি বদলানোর 

 

govt job updates, speak up for WBPSC, Speak Up for WB Recruitments

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.05.2024 - 04:50:47
Privacy-Data & cookie usage: