কলকাতায় হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ক্লার্ক নিয়োগ

4045
0
Govt Jobs in West Bengal

ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট ক্যাটেরিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশন কলকাতায় ১৩ জন অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, লোয়ার ডিভিশন ক্লার্ক ও হিন্দি ট্র্যান্সলেটর নিয়োগ করা হবে (Govt Jobs in West Bengal)।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বয়সসীমা: হিন্দি ট্র্যান্সলেটর পদে বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.ihmkol.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদনের ফি ৫০০ টাকা, ৫০১০০১৮৯৫৪৭৭১৬- এই অ্যাকাউন্ট নম্বরে (আইএফএসসি কোড- এইচডিএফসি০০০০০৪০) ফি দিতে হবে (Govt Jobs in West Bengal)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন