BREAKING : মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক পশ্চিমবঙ্গে

12989
0

সারা দেশে গ্রামীণ ডাক সেবক (Postal Circle, 2021) তৃতীয় পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ সার্কেলের (West Bengal Gramin Dak Sevak) জন্য মোট ২৩৫৭ টি পোস্ট রয়েছে। সারা দেশে বিভিন্ন রাজ্য / অঞ্চল/ সার্কেল ভাগ করে আবেদন গ্রহন হবে। বিজ্ঞপ্তি নম্বর – RECTT/R-100/GDS/CYCLE-III/VOL-I

কোন কোন পদ – তিন রকম পদ রয়েছে। ১) ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, ২) অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, ৩) ডাক সেবক

শূন্যপদ ( পশ্চিমবঙ্গ সার্কেল) – ই ডব্লিউ এস – ১৯২, অসংরক্ষিত ১০০১, ওবিসি ৪৯৬, পিডব্লিডি এ ৭, পিডব্লিডি বি ২৫, পিডব্লিডি সি ২৩, পিডব্লিডি ডিই ৬, এসসি ৪৮৭, এসটি ১২০।

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অঙ্ক, ইংলিশ এবং স্থানীয় ভাষায় পাস নম্বর সহ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। দার্জিলিং পোস্টাল ডিভিশনের জন্য স্থানীয় ভাষা নেপালি / বাংলা। এছাড়া অন্তত ৬০ দিনের একটি বেসিক কম্পিউটার কোর্স করে থাকতে হবে। এছাড়াও সাইকেল, মোটর সাইকেল চালানো জানা দরকার। এটি জিডিএস আইন মাফিক নিয়োগ, ফলত অন্য এজেন্সির সাথে যুক্ত থাকা বা কাজ করা সংক্রান্ত কড়াকড়ি আছে, বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে।

বয়সসীমা – ২০ জুলাই, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

• ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার পদের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট পোস্টাল গ্রাম বা এলাকায় জনবহুল অংশে নিজের বাড়ি/ সরকারি নিবাস বা অফিস ( যেমন সরকারি স্কুল) এর ব্যবস্থা থাকতে হবে। ব্র্যাঞ্চ অফিস ১০০ স্কয়ার ফুট হতে হবে। ব্র্যাঞ্চ অফিসে সেফটি, সিকিউরিটি, পাওয়ার সাপ্লাই থাকতে হবে।

আবেদন – সারা দেশে সার্কেল অনুযায়ী একজন সর্বাধিক ২০ টি পদে আবেদন করতে পারবেন। পোস্ট ১, পোস্ট ২ এভাবে চিহ্নিত করে দিতে হবে আবেদন করার সময়। তবে একটি সার্কেলের জন্য একটি পোস্ট গৃহীত হবে।

আগামী ১৯ আগস্ট, ২০২১ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। একজন প্রার্থী একবার রেজিস্ট্রেশন করতে পারবেন। মাধ্যমিকের শংসাপত্র, জন্ম তারিখ প্রমাণ পত্র, অ্যাডমিট কার্ড, ছবি, স্বাক্ষর একাধিক নথি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি ৫০ কেবি, স্বাক্ষর ২০ কেবি সাইজের হতে হবে।

আবেদন ফি – অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে। মোট আবেদন ফি ১০০ টাকা। এসসি, এসটি, মহিলা, ট্রান্সজেন্ডার প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তি লিঙ্ক

আবেদন লিঙ্ক