গ্রাফিক ডিজাইনার নিয়োগ

831
0
Graphic Designer Recruitment in MeitY 2023
Courtesy: Clearmindgraphics

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীন ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে (Graphic Designer Recruitment in MeitY 2023)  গ্রাফিক ডিজাইনার কাম ভিডিও এডিটর নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে গ্রাফিক ডিজাইনিং/ মাল্টিমিডিয়া/ ভিডিও ক্রিয়েশন/ এডিটিংয়ে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।

চিত্তরঞ্জন হাসপাতালে স্নাতক যোগ্যতায় সুপারভাইজার

গ্রাফিক ডিজাইনিং এবং ভিডিও এডিটিংয়ে ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: https://ora.digitalindiacorporation.in/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

কলকাতার এসএন বোস সেন্টারে নিয়োগ

আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.dic.gov.in অথবা https://www.meity.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

Graphic Designer Recruitment in MeitY 2023