দুর্গাপুর নগর নিগমে ১৩৫ গ্রুপ ডি কর্মী নিয়োগ

8428
0
Job in West BEngal, Govt Job in West Bengal, Durgapur Municiality Job

দুর্গাপুর নগর নিগমে ১৩৫ জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি পত্রাঙ্ক নম্বর: DMC/G/1561.
শূন্যপদ: স্যুইপার মেট: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১), মেট: ১৪ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১), ইলেক্ট্রিশিয়ান হেল্পার: ১ (অসংরক্ষিত), পিওন/আর্দালি/মেসেঞ্জার: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), হেল্পার: ১০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১), হেল্পার/ ক্লিনার/ অ্যাটেন্ড্যান্ট: ৮ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১), স্যুইপার: ৩০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২), হেল্পার (টিউবওয়েল): ১(অসংরক্ষিত), প্লাম্বিং হেল্পার: ১ (অসংরক্ষিত), পাইপলাইন হেল্পার: ১ (অসংরক্ষিত), মজদুর: ৫৭ (অসংরক্ষিত ৪০, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৪)৷
যোগ্যতা: স্যুইপার পদে পড়তে ও লিখতে জানলেই হবে আর বাকি পদগুলির ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷
বেতনক্রম: স্যুইপার মেট ও মেট পদে পে লেভেল ২ অনুযায়ী ১৭৬০০-৪৫২০০ টাকা বাকি পদগুলির ক্ষেত্রে লেভেল ওয়ান অনুযায়ী ১৭০০০-৪৩৬০০ টাকা৷
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ http://www.durgapurmunicipalcorporation.org ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ কালো বল পেন দিয়ে পরিষ্কারভাবে আবেদনপত্র পূরণ করতে হবে৷ প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র দুর্গাপুর নগর নিগমের নির্দিষ্ট ড্রপ বাক্সে জমা করতে হবে৷ অন্য কোনও পদ্ধতিতে আবেদনপত্র জমা করা যাবে না৷ খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে৷ এক ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না৷ ইন্টারভিউয়ের জনন্য অ্যাডমিট কার্ড উপযুক্ত পদপ্রার্থীদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে, ইন্টারভিউয়ের ঠিকানা, তারিখ ও সময় অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে৷ যাঁরা অ্যাডমিট কার্ড ডাকযোগে পাবেন না, তাঁরা দুর্গাপুর নগর নিগমের মেইন অফিস থেকে সময়মতো সংগ্রহ করতে পারবেন৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি বিকাল ৫টা৷ পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স দিতে হবে৷

http://www.durgapurmunicipalcorporation.org/Applications/News_NS/uploads/RecruitmentNotice.pdfলিঙ্কে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল