অষ্টম শ্রেণি যোগ্যতায় পূর্ব বর্ধমানে নিয়োগ

1301
0
Group D Recruitment 2024

পূর্ব বর্ধমান জেলা আদালতে ১১টি শূন্যপদে নাইট গার্ড, ডে গার্ড ও গার্ডেনার নিয়োগ করা হবে। Group D Recruitment 2024

কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বেতনঃ ১৭০০০-৪৩৬০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে দুটি ধাপে।

পার্ট ওয়ান ও পার্ট দু। পার্ট ওয়ানে থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ ও অ্যারিথমেটিক।

পার্ট ওয়ানে উত্তীর্ণ হলে পার্ট টু পরীক্ষা দিতে পারবেন।

চিত্তরঞ্জন লোকোমোটিভে অ্যাপ্রেন্টিস

আবেদনের ফিঃ ৩০০ টাকা। তপশিলি জাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র,

নিজের নামঠিকানা লেখা ১০ টাকার স্ট্যাম্প যুক্ত খাম ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘The District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Juggeship,

Court Compoucd, Burdwan, Purba Bardhaman, Pin code 713101’  ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৪ মে ২০২৪ তারিখ বিকেল ৫টার মধ্যে। Group D Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন