কলকাতার ফোর্ট উইলিয়ামে মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ ডি কর্মী নিয়োগ

3796
0
Kolkata Fort William Recruitment

কলকাতার ফোর্ট উইলিয়ামে (ইস্টার্ন কম্যান্ড সিগন্যাল রেজিমেন্ট) কুক, ওয়াশারম্যান, বারবার, স্যুইপার ও মেসেঞ্জার পদে ১০ জন নিয়োগ করা হবে (Group D staff recruitment)।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে The Commanding Officer, ECSR, Fort William- এর অনুকূলে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Commanding Officer, Eastern Command Signal Regiment, Fort William, Kolkata- 700021 ঠিকানায়। সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে।

আবেদনপত্রের বয়ান ডাউনলোড করতে ও নোটিসটি দেখতে ক্লিক করুন