Site icon জীবিকা দিশারী

দুর্গাপুর নগর নিগমে ১৩৫ গ্রুপ ডি কর্মী নিয়োগ

Job in West BEngal, Govt Job in West Bengal, Durgapur Municiality Job

দুর্গাপুর নগর নিগমে ১৩৫ জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি পত্রাঙ্ক নম্বর: DMC/G/1561.
শূন্যপদ: স্যুইপার মেট: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১), মেট: ১৪ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১), ইলেক্ট্রিশিয়ান হেল্পার: ১ (অসংরক্ষিত), পিওন/আর্দালি/মেসেঞ্জার: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), হেল্পার: ১০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১), হেল্পার/ ক্লিনার/ অ্যাটেন্ড্যান্ট: ৮ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১), স্যুইপার: ৩০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২), হেল্পার (টিউবওয়েল): ১(অসংরক্ষিত), প্লাম্বিং হেল্পার: ১ (অসংরক্ষিত), পাইপলাইন হেল্পার: ১ (অসংরক্ষিত), মজদুর: ৫৭ (অসংরক্ষিত ৪০, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৪)৷
যোগ্যতা: স্যুইপার পদে পড়তে ও লিখতে জানলেই হবে আর বাকি পদগুলির ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷
বেতনক্রম: স্যুইপার মেট ও মেট পদে পে লেভেল ২ অনুযায়ী ১৭৬০০-৪৫২০০ টাকা বাকি পদগুলির ক্ষেত্রে লেভেল ওয়ান অনুযায়ী ১৭০০০-৪৩৬০০ টাকা৷
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ http://www.durgapurmunicipalcorporation.org ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ কালো বল পেন দিয়ে পরিষ্কারভাবে আবেদনপত্র পূরণ করতে হবে৷ প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র দুর্গাপুর নগর নিগমের নির্দিষ্ট ড্রপ বাক্সে জমা করতে হবে৷ অন্য কোনও পদ্ধতিতে আবেদনপত্র জমা করা যাবে না৷ খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে৷ এক ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না৷ ইন্টারভিউয়ের জনন্য অ্যাডমিট কার্ড উপযুক্ত পদপ্রার্থীদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে, ইন্টারভিউয়ের ঠিকানা, তারিখ ও সময় অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে৷ যাঁরা অ্যাডমিট কার্ড ডাকযোগে পাবেন না, তাঁরা দুর্গাপুর নগর নিগমের মেইন অফিস থেকে সময়মতো সংগ্রহ করতে পারবেন৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি বিকাল ৫টা৷ পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স দিতে হবে৷

http://www.durgapurmunicipalcorporation.org/Applications/News_NS/uploads/RecruitmentNotice.pdfলিঙ্কে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version