গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ৫০টি শূন্যপদে জার্নিম্যান নিয়োগ করা হবে। GRSE Ltd Recruitment 2024
অনলাইন আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
ট্রেড অনুযায়ী শূন্যপদঃ স্ট্রাকচারাল ফিটারঃ ৫, ফিটারঃ ৪, ওয়েল্ডারঃ ৫, ক্রেন অপারেটরঃ ৫, মেশিন অপারেটরঃ ৪,
মেশিনিস্টঃ ৪, পাইপ ফিটারঃ ৭, রিগারঃ ৫, ড্রাইভার মেটারিয়াল হ্যান্ডলিংঃ ২, ইলেক্ট্রনিক মেকানিকঃ ২, ডিজেল মেকানিকঃ ৭।
বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতাঃ ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।
ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ডঃ ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর। ট্রেনিং চলাকালীন প্রথম বছরে প্রতি মাসে ২৪০০০ টাকা
এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে ২৬০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
দক্ষিণ দিনাজপুরের স্কুলে গ্রুপ ডি নিয়োগ
প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফিঃ ৪৭২ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতিঃ www.grse.in অথবা https://jobapply.in/grse2024 লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
হিন্দুস্তান স্টিলওয়ার্কে কর্মী নিয়োগ
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে।
অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। পূরণ করা আবেদন পত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স
সাধারণ ডাকে পাঠাতে হবে Post Box No 3076, Lodhi Road, New Delhi-110003 ঠিকানায়।
নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে। খামের উপরে লিখতে হবে ‘GRSE EN No. 2024/02 (J)’ and ‘Post (Trade) applied’.
অনলাইন আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। GRSE Ltd Recruitment 2024