হিন্দুস্তান অ্যারোনটিক্সে অ্যাপ্রেন্টিস

324
0
HAL Apprentice Recruitment

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে ২০০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। ওয়াক-ইন-ইন্টারিভউয়ের মাাধ্যমে নিয়োগ করা হবে।

শূন্যপদঃ ইলেক্ট্রনিক মেকানিক ৫৫, ফিটার ৩৫, ইলেক্ট্রিশিয়ান ২৫, মেশিনিস্ট ৮, টার্নার ৬, ওয়েল্ডার ৩,

রেফ্রিজেরেশন অ্যান্ড এসি ২, সিওপিএ ৫৫, প্লাম্বার ২, পেইন্টার ৫, ডিজেল মেকানিক ১, মোটর ভিকল মেকানিক ১,

ড্রাফটসম্যান সিভিল ১, ড্রাফটসম্যান মেকানিক্যাল ১।

যোগ্যতাঃ এনসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

ইন্টারিভউয়ের দিন সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন