হিন্দুস্তান অ্যারোনটিক্সে ৬৩৩ অ্যাপ্রেন্টিস

schedule
2022-07-27 | 07:12h
update
2022-07-27 | 07:12h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৩৩ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (hal recruitment 2022)।

অনলাইন আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।

১. বিজ্ঞপ্তি নম্বর: HAL/T&D/1614/2022-23/089, ফিটার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, ড্রাফটসম্যান মেকানিক্যাল,

ইলেক্ট্রনিক্স মেকানিক, পেইন্টার, শিট মেটাল ওয়ার্কার, মেকানিক মোটর ভিকল, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট,

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), স্টেনোগ্রাফার, রেপ্রিজেরেশন অ্যান্ড এয়ার-কন্ডিশনিং মেকানিক ট্রেডে ৪৫৫ জন আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

যোগ্যতা: এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

Advertisement

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।

২. বিজ্ঞপ্তি নম্বর: HAL/T&D/1614/22-23/090. অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার,

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে ৯৯ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার,

ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং হোটেল ম্যানেজমেন্ট শাখায় ৭৯ জন ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ফার্মাসিস্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট শাখায় সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি এবং বাকি শাখাগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট।

ডিপ্লোম অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস।

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (hal recruitment 2022)।

বিজ্ঞপ্তি নম্বর: HAL/T&D/1614/2022-23/089

নোটিস দেখতে ক্লিক করুন

 

 

বিজ্ঞপ্তি নম্বর: HAL/T&D/1614/22-23/090

নোটিস দেখতে ক্লিক করুন

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 13:00:39
Privacy-Data & cookie usage: