হলদিয়া ডকে কর্মী নিয়োগ

1535
0
Haldia Dock Complex Job vacancy

শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের অধীন হলদিয়া ডক কমপ্লেক্সে চুক্তির ভিত্তিতে হিন্দি ট্রান্সলেটর নিয়োগ করা হবে। Haldia Dock Complex Job vacancy

বিজ্ঞপ্তি নম্বরঃ ০৬/২০২৪।

যোগ্যতাঃ গ্র্যাজুয়েট সঙ্গে হিন্দি এবং ইংরেজি দুটি বিষয় হিসেবে থাকতে হবে।

হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের কাজে অথবা হিন্দি টিচিং/জার্নালিজমে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

হিন্দিতে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে এবং হিন্দি ও ইংরেজিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকলে অগ্রাধিকার।

বয়সঃ ১৫ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে বয়স ২৫ বছরের কম নয়।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৩৫০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Office of the Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, 6th Floor, PO: Haldia Township, Dist: Purba Medinipur, WB, PIN: 721607 ঠিকানায়।

খামের উপরে লিখতে হবে ‘Application for contractual engagement of Hindi Translator under HDC’,

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৫ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে। Haldia Dock Complex Job vacancy

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

ন্যাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস

কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ