হলদিয়া ডকে কর্মী নিয়োগ

1931
0
Haldia Dock Recruitment 2024

হলদিয়া ডক কমপ্লেক্সে ৪০টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বরঃ ১৪/২০২৪। Haldia Dock Recruitment 2024

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটউট থেকে স্নাতক বা সমতুল পাশ।

সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে টাইপিং সার্টিফিকেট থাকতে হবে। ক্লারিক্যাল স্টাফ/ ডেটা এন্ট্রি অপারেটর/ অফিস অ্যাসিস্ট্যান্ট/

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট/ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট/ মাল্টি টাস্কিং স্টাফ/ পার্সোনাল সেক্রেটারি হিসেবে কোনো সরকারি/ আধা সরকারি/

প্রাইভেট অর্গানাইজেশনে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

হিন্দুস্তান অ্যারোনটিক্সে অপারেটর নিয়োগ

বয়সঃ ১ জুন ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২৬০০০ টাকা।

কোচবিহারে স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://smportkolkata.shipping.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Office of the Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, 6th Floor, PO- Haldia Township, Dist: Purba Medinipur, WB, Pin- 721607 ঠিকানায়।

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে কাজের সুযোগ

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে। Haldia Dock Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন