হলদিয়া পৌরসভায় নানা পদে ১৩ কর্মী নিয়োগ

3176
0
Haldia Municipality Job

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), ক্লার্ক, মজদুর, হেল্পার ও ওয়ার্ক সরকার পদে ১৩ জন কর্মী নেবে হলদিইয়া পুরসভা। বিজ্ঞপ্ত নম্বর ADVT MEMO NO-5739/HM/2018 DATE-9th October, 2018, মেমো নম্বর Memo No.5739/HM/2018. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারেন, তবে সংরক্ষণের সুবিধা পাবেন কেবল এ রাজ্যের প্রার্থীরা।

মজদুর-এর শূন্যপদ ৮টি (অসংরক্ষিত ১, অসং-ইসি ১, অসং-প্রতিবন্ধী ১, অসং-প্রাক্তন সমরকর্মী ১, তপশিলি জাতি ২, ওবিসি-এ/ইসি ১, ওবিসি-বি/ইসি ১)। অন্তত ক্লাস এইট পাশ প্রার্থীরা ১৮-৪০ বছর বয়স হলে আবেদন করতে পারেন। চমৎকার শরীর-স্বাস্থ্য ও খেলোয়াড়সুলভ ধরন থাকলে অগ্রাধিকার। এই পদের মূল বেতন ৪৯০০-১৬২০০ টাকা, সঙ্গে গ্রেড পে ১৭০০ টাকা।

এসএই (সিভিল)-এর শূন্যপদ ১টি (তপশিলি জাতি)। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ডিপ্লোমাধারীরা ২৪-৪০ বছর বয়স হলে আবেদন করতে পারেন। এই পদের মূল বেতন ৯০০০-৪০৫০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৪৪০০ টাকা।

ক্লার্ক-এর শূন্যপদ ১টি (ওবিসি-এ/ইসি)। অন্তত মাধ্যমিক/সমতুল পাশ হতে হবে। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার। বয়সসীমা ১৮-৪০। এই পদের মূল বেতন ৫৪০০-২৫২০০ টাকা, সঙ্গে গ্রেড পে ২৬০০ টাকা।

ওয়ার্ক সরকার-এর শূন্যপদ ২টি (অসংরক্ষিত ১, তঃজাঃ ১)। অন্তত ক্লাস নাইন পাশ সহ রাস্তার মাপজোকের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ১৮-৪০। এই পদের মূল বেতন ৫৪০০-২৫২০০ টাকা, সঙ্গে গ্রেড পে ১৯০০ টাকা।

হেল্পার-এর শূন্যপদ ১টি (তঃজাঃ/ইসি ১)। যোগ্যতা, বয়স ও বেতন মজদুরের মতো।

ওপরের পদগুলিতে বয়সের হিসাব ধরা হয়েছে ১-১-২০১৮ তারিখের ভিত্তিতে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। তাঁদের সেই সংক্রান্ত প্রমাণপত্র দিতে হবে। মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতাও আছে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা, সফল হলে ১০ নম্বরের কম্পিউটার পরীক্ষা (এসএই ও ক্লার্কদের), সফল হলে ১০ নম্বরের ইন্টারভিউ। ওয়ার্ক সরকার, মজদুর ও হেল্পার পদের জন্য প্রথমে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা, সফল হলে ২০ নম্বরের ইন্টারভিউ। আরও বিস্তারীত জানা যাবে নিচের ওয়েবসাইটে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে, www.haldiamunicipality.org ওয়েবসাইটের মাধ্যমে, ২০ নভেম্বর রাত ১১-৫৯-এর মধ্যে। পাসপোর্ট মাপের এখনকার ফটো ও সাদা কাগজে করা স্বাভাবিক সই স্ক্যান করে রাখবেন আপলোড করার জন্য। একজন কেবল একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। এগজেমটেড ক্যাটেগরির শূন্যপদগুলির জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছে প্রার্থী চাওয়া হয়েছে। সরকারি-আধাসরকারি কর্মচারীরা আবেদন করবেন উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে।

এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

http://haldiamunicipality.org/new/public/recruitment-advertisement/job-5739-job-hm-job-2018-182433