হলদিয়া রিফাইনারিতে নিয়োগ

1858
0
haldia refinery recruitment 2023

হলদিয়া অয়েল কর্পোরেশন লিমিটেডের অধীন হলদিয়া রিফাইনারিতে নন-এগজিকিউটিভ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: পিএইচ/ আর/ ০১/ ২০২৩।

শূন্যপদ: পোস্ট কোড ২০১: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (প্রোডাকশন): ৭ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, এনসিএল ২)।

পাস্ট কাড ২০৩: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট- ৪ (পিঅ্যান্ডইউ- ও অ্যান্ডএম): ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, এনসিএল ১)।

আবেদনের ফি: ১৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://iocl.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১ মে সকাল ১০টা থেকে ৩০ মে ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

যোগ্যতা, বেতন, বয়স ও অন্যান্য বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (haldia refinery recruitment 2023)।