হিন্দুস্তান কপারে ২৬ ফোরম্যান ও মাইনিং মেট

1459
0
Hindustan Copper Apprentice

হিন্দুস্তান কপার লিমিটেডে (এইচসিএল) অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ও মাইনং মেট পদে ২৬ জন কর্মী নিয়োগ করা হবে (HCL recruitment)।

বিজ্ঞপ্তি নম্বর: HCL/MCP/HR/Recruitment/2021/01.

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মাইনং): ১১ (অসংরক্ষিত ৭, ওবিসি ২, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)।

মাইনিং মেট গ্রেড ওয়ান: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মাইনিং): মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা। ম্যাট্রিকুলেশন যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মাইনিং মেট গ্রেড ওয়ান: মাইনং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা। ম্যাট্রিকুলেশন পাশ যোগ্যতা হলে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ মার্চ ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদে ১৮৪৮০-৪৫৪০০ টাকা। মাইনিং মেট পদে ১৮২৮০-৩৮৬৭০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫০০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে হিন্দুস্তান কপার লিমিটেড-এর অনুকূলে, প্রদেয় হবে ‘Malanjkhand’, তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। এ ফোর মাপের কাগজে আবেদনপত্র পূরণ করে সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে AGM (Administration)- HR, Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil_ Birsa, PO- Malanjkhand, Distrct- Balaghat, Madhya Pradesh 481116 ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি সাধারণ ডাকে/ স্পিড পোস্টে/ ক্যুরিয়রে/ রেজিস্টারড পোস্টে পৌঁছতে হবে ৫ এপ্রিল বিকাল ৫টার মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.hindustancopper.com ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের বয়ান পেতে ক্লিক করুন