হিন্দুস্তান কপারে অ্যাপ্রেন্টিস

984
0
HCL Recruitment 2024

হিন্দুস্তান কপার লিমিটেডে ২৬০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (HCL apprentice 2022)। নম্বর: HCL/KCC/HR/Trade Appt/2022.

যে সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল: মেট (মাইনস), প্লাস্টার (মাইনস), ডিজেল মেকানিক, ফিটার, টার্নার,

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ড্রাফটসম্যান (সিভিল), ড্রাফটসম্যান (মেকানিক্যাল),

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়র, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: মেট ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ৩ বছর, ব্লাস্টার ও ডিজেল মেকানিক ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর,

বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। সবকটি ট্রেডের ক্ষেত্রেই অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রাথমিক স্কুলের টেট পরীক্ষার প্রস্তুতি সেট দেখতে ক্লিক করুন

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। মেট ও ব্লাস্টার ট্রেড বাদে অন্যান্য ট্রেডের ক্ষেত্রে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সম্পূর্ণ হতে হবে ১ নভেম্বর ২০২২ তারিখের হিসেবে।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর https://www.hindustancopper.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইট থেকে জানা যাবে (HCL apprentice 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

উত্তর দিনাজপুরে নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন