হিন্দুস্তান কপারে ইঞ্জিনিয়ার ট্রেনি

538
0
HCL Recruitment 2024

হিন্দুস্তান কপার লিমিটেডে ৪০টি শূন্যপদে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি নিয়োগ করা হবে। HCL Recruitment 2024

বিজ্ঞপ্তি নম্বরঃ Estt./1/2019/2023-24.

শূন্যপদঃ মাইনিং- ৬, জিওলজি- ৫, ইলেক্ট্রিক্যাল- ৮, ইনস্ট্রুমেন্টেশন- ১, সিভিল- ৫, মেকানিক্যাল- ১১, সিস্টেম- ৪।

যোগ্যতাঃ জিওলজিঃ জিওলজিতে পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েশন।

মাইনিং/ ইলেক্ট্রিক্যাল/ইনস্ট্রুমেন্টেশন/সিভিল/মেকানিক্যাল/সিস্টেমঃ সংশ্লিষ্ট ট্রেডে পূ্র্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি।

সবক্ষেত্রেই ২০২১/২০২২/২০২৩ সালের বৈধ গেট স্কোর থাকতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

দক্ষিণ দিনাজপুরের স্কুলে গ্রুপ ডি নিয়োগ

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কৃষ্ণনগর পুরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ গেট স্কোর, পার্সোনাল ইন্টারভিউ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফিঃ ৫০০ টাকা। পেমেন্ট গেটওয়ে/ এনইএফটি অনলাইন ট্রান্সফারের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

রাজ্য সিআইডিতে সুপারভাইজার নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.hindustancopper.com  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৯ জানুয়ারি সকাল ১১টা থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। HCL Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন