হুগলি কোচি শিপইয়ার্ডে কর্মী নিয়োগ

41
0

হুগলি কোচি শিপইয়ার্ড লিমিটেডে ৫টি শূন্যপদে অপারেটর (পাইপ বেন্ডিং), ওয়েল্ডার কাম ফিটার, অপারেটর (ক্রেন), HCSL Workmen Recruitment 2025

অপারেটর (প্লেট প্রিজারভেশন) এবং ওয়েল্ডার কাম ফিটার পদে নিয়োগ করা হবে।

ভ্যাকান্সি নোটিফিকেশন নম্বরঃ HCSL/HR/RECTT/PERMA/2024/5.

বেতনঃ ২১৩০০-৬৯৮৪০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

কলকাতা হাইকোর্টে নিয়োগ

বয়সঃ ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

প্রার্থীকে ২ ফেব্রুয়ারি ১৯৮৫ তারিখ বা তার আগে জন্মগ্রহণ করে থাকতে হবে।

যোগ্যতাঃ এসএসএলসি, আইটিআই পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ অবজেকটিভ টাইপ অনলাইন/ অফলাইন টেস্ট এবং ট্রেড অনুযায়ী প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফিঃ ৪০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

মালদহ মেডিক্যাল কলেজে নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.cohinshipyard.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। HCSL Workmen Recruitment 2025

নোটিসটি দেখতে ক্লিক করুন