বিধাননগর পুরসভায় হেলথ অফিসার নিয়োগ

1369
0
WB Govt Job Vacancy
Courtesy: India Tv News

বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে এক বছরের চুক্তির ভিত্তিতে হেলথ অফিসার নিয়োগ করা হবে (health officer recruitment 2022)। মেমো নম্বর: 2184/BMC/GS/2022.

বয়সসীমা: ১ অক্টোবর ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর।

যোগ্যতা: মেডিক্যাল যোগ্যতা সঙ্গে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সেনাবাহিনীতে ১২৮ ধর্মীয় শিক্ষক নিয়োগ

পারিশ্রমিক: প্রতি মাসে ৬২০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে ২৮ অক্টোবর ২০২২ তারিখ বেলা ১২ টা থেকে দুপুর ২টো পর্যন্ত। ইন্টাভিউয়ের দিন বায়োডেটা সহ যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: 5th Floor Conference Hall of Poura Bhaban, FD-415A, Sector-III, Salt Lake, Kolkata- 700106.

ইন্টারভিউ সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য http://www.bmcwbgov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে (health officer recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আরও খবর: প্রাইমারি টেট-এর অনলাইন আবেদন শুরু