মাধ্যমিক যোগ্যতায় পুরসভায় স্বাস্থ্যকর্মী

1570
0
Kharagpur Municipality Recruitment
Courtesy: UNICEF

মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুরসভায় এক বছরের চুক্তির ভিত্তিতে অনারারি হেলথ ওয়ার্কার পদে ৩ জন নিয়োগ করা হবে (health worker job)।

মেমো নম্বর: 3508/07/Health/2021/BM.

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। বহরমপুর পুরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে। শুধুমাত্র বিবাহিত/ বিধবা/ বিবাহ বিচ্ছেদ মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

কলকাতায় হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ক্লার্ক নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

পারিশ্রমিক: প্রতি মাসে ৪৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স বহরমপুর পুরসভার অফিসে ৭ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে জমা করতে হবে (health worker job)।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও সম্পূর্ণ নোটিসটি দেখতে ক্লিক করুন