পুরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ

1923
0
WB Health Recruitment 2023

মালদার ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে ৩৮ জন মহিলা স্বাস্থ্য কর্মী (অনারারি হেলথ ওয়ার্কার) নিয়োগ করা হবে (Health worker recruitment)।

শূন্যপদের বিন্যাস: ৩৮ (অসংরক্ষিত ১৯, ওবিসি ক্যাটেগরি এ ৪, ওবিসি ক্যাটেগরি বি ৩, শারীরিক প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ২)।

যোগ্যতা ও বয়স: মাধ্যমিক বা সমতুল পাশ। প্রার্থীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা বা বিবাহ বিচ্ছিন্না হতে হবে।

১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

https://www.malda.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে গিয়ে ড্রপ বাক্সে জমা করতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে (Health worker recruitment)।

আবেদনপত্রের বয়ান সহ সম্পূর্ণ নোটিসটি দেখতে ক্লিক করুন