কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

1309
0
WB Health Recruitment 2023

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কলকাতা সিটি ন্যাশনাল আরবান হেলথ মিশনের (এনইউএইচএম) অধীন ২৮৫ জন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পারিশ্রমিক: প্রতি মাসে পারিশ্রমিক ১৩০০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে অক্সিলিয়ারি মিডওয়াইফারি নার্সিং বা জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশ করে থাকতে হবে।

সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে এবং কলকাতার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.kmcgov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স খামে ভরে ড্রপ বাক্সে জমা করতে হবে Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society CMO Bldg, 5, SN Banerjee Road, Kolkata- 700013 ঠিকানায়।

আবেদনপত্র জমা করা যাবে ২০ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিস দেখতে এবং আবেদনপত্রের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন