Site icon জীবিকা দিশারী

রাজ্য স্বাস্থ্য দপ্তরে ২১ ল্যাব টেকনিশিয়ান

Jhargram Recruitment 2024

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রামে চুক্তির ভিত্তিতে ২১ জন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে। নোটিস নম্বর: SHFWS\206.
পারিশ্রমিক: ২৫০০০ টাকা।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
যোগ্যতা: ১. এমএসসি (মেডিকেল মাইক্রোবায়োলজি/ অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি /জেনারেল মাইক্রোবায়োলজি/ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি)।
২. ব্যাক্টেরিয়োলজিতে ৩ বছরের অভিজ্ঞতা।
পোস্টিং হবে আইআরএল, কলকাতা, নর্থ বেঙ্গল এমসিএইচ, বর্ধমান এমসিএইচ ও মুর্শিদাবাদে।
আবেদনের ফি: ১০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা।
আবেদনের পদ্ধতি: http://www.wbhealth.gov.inওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। আবেদনপত্র পূরণ করতে হবে ৫ নভেম্বরের মধ্যে।
https://www.wbhealth.gov.in/pages/careerলিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version