হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে ২০৬ ট্রেনি

1162
0
heavy engineering recruitment

হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের অধীন এইচইসি ট্রেনিং ইনস্টিটিউট রাঁচিতে ক্র্যাফটম্যানশিপ ট্রেনিং স্কিমে ২০৬ জন ট্রেনি নিয়োগ করা হবে (heavy engineering recruitment)৷ No. HEC/HTI/CTS/2021-468.

ট্রেড অনুযায়ী শূন্যপদ: ইলেক্ট্রিশিয়ান: ২০, ফিটার: ৪০, মেশিনিস্ট: ১৬, ওয়েল্ডার: ৪০, সিওপিএ: ৪৮, স্যুইং টেকনোলজি (টেইলরিং): ৪২৷

যোগ্যতা: ১০+২ সিস্টেমে দশম শ্রেণি পাশ বা সমতুল৷ শুধুমাত্র ওয়েল্ডার ও স্যুইং টেকনোলজি ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ৷

প্রার্থী বাছাই পদ্ধতি: দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ৭৫০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.hecltd.com ওয়েবসাইটে থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ সরাসরি http://hecltd.com/download/jobs/20210625_CTS-Application-form-for-2021-22-21-23.pdf  লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স স্পিড পোস্ট/ রেজিস্টার পোস্ট পাঠাতে হবে Principal, HEC Training Institute (HTI), Plant Plaza Road, Dhurwa, Ranchi- 834004 (Jharkhand) ঠিকানায় ৩১ জুলাই ২০২১-এর মধ্যে (heavy engineering recruitment)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

ভাইজাগ স্টিলে ৩১৯ অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে  ক্লিক করুন