সহায়তা কেন্দ্রে নিয়োগ

3005
0
Help Desk

পশ্চিমবঙ্গের বাংলা সহায়তা কেন্দ্রগুলির জন্য চুক্তির ভিত্তিতে ৯ জন চিফ অপারেটিং অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, সিনিয়র সফটওয়্যার পার্সোনেল, রিকনসিলেশন পার্সোনেল ও হেল্প ডেস্ক পার্সোনেল নিয়োগ করা হবে (help Desk personnel)।

হেল্প ডেস্ক পার্সোনেল পদে যে কোনো শাখায় স্নাতক সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, পারিশ্রমিক বছরে তিন লক্ষ টাকা।

রিকনসিলেশন পার্সোনেল পদের ক্ষেত্রে বিকম বা বিবিএ পাশ সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এই পদের ক্ষেত্রেও পারিশ্রমিক বছরে তিন লক্ষ টাকা।

বাকি পদগুলির যোগ্যতা ও পারিশ্রমিক সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

https://www.parrecruitment.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত (help Desk personnel)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন