Site icon জীবিকা দিশারী

কলকাতা হাইকোর্টে নিয়োগ

High Court Recruitment 2025

কলকাতা হাইকোর্টে ৮টি শূন্যপদে ইন্টারপ্রেটিং অফিসার নিয়োগ করা হবে। High Court Recruitment 2025

বেতনঃ ৫৬১০০-১৪৪৩০০ টাকা সঙ্গে ৩০০ টাকা স্পেশ্যাল অ্যালোয়েন্স।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা/ হিন্দি/ ইংরেজিতে স্নাতক।

শিলিগুড়ি পুরনিগমে কর্মী নিয়োগ

আবেদনের ফিঃ ৮০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৪০০ টাকা।

ব্যাঙ্ক চালানোর মাধ্যমে আবেদনের ফি দিতে হবে।

ব্যাঙ্ক চালান কাটতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে।

A/C No. 0091010372343, in favour of the Registrar, Oroginal Side, High Court at Cancutta.

আবেদনের পদ্ধতিঃ এ ফোর মাপের কাগজে হাতে লিখে বা টাইপ করে আবেদন করতে হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ

আবেদনপত্রে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করতে হবে সেগুলি হল- (1) Full name of candidate (in capital letters),

(2) Father’s /Husband’s Name, (3) Date of Birth,

(4) Actual age as on 01.01.2025, (5) Address (Present and Permanent, along with PIN code) with Telephone/Mobile number,

(6) Educational Qualifications, (7) Other Qualifications, (8) Knowledge in operating Computer,

(9) Whether belongs to S..C/S.T./O.B.C.(A)/O.B.C.(B), (10) Whether belongs to Exempted category,

if yes, mention the Identity Card Number and date issued from LabourDeptt., Govt. of West Bengal,

(11) In case of S.C./S.T./O.B.C.(A)/O.B.C.(B), mention certificate number and date, (12) Nationality and

(13) Details of depositing application fees. পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি পাঠাতে হবে

The Office of the Registrar, Original Side, 1st Floor, Main Building, High Court at Calcutta, Kolkata- 700001 ঠিকানায়।

আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে। High Court Recruitment 2025

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

রিজার্ভ ব্যাঙ্কে ইঞ্জিনিয়ার নিয়োগ

Exit mobile version