Site icon জীবিকা দিশারী

হিন্দুস্তান কপারে অ্যাপ্রেন্টিস

Hindustan Copper Apprentice

হিন্দুস্তান কপার লিমিটেডে ১৮৪টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Hindustan Copper Apprentice

আবেদন করা যাবে ৫ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

ট্রেড অনুযায়ী শূন্যপদ: মেট (মাইনস): ১০, ব্লাস্টার (মাইনস): ২০, ডিজেল মেকানিক: ১০, ফিটার: ১৬, টার্নার: ১৬,

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১৬, ইলেক্ট্রিশিয়ান: ৩৬, ড্রাফটসম্যান (সিভিল): ৪, ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ৩,

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ২০, সার্ভেয়র: ৮, এসি অ্যান্ড রেফ্রিজেরেশন৩ ২, ম্যাসন (বিল্ডিং কন্সট্রাক্টর): ৪,

কার্পেন্টার: ৬, প্লাম্বার: ৫, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট: ৪, ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৪।

ডব্লুবিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই। শুধুমাত্র মেট ও ব্লাস্টার ট্রেডের ক্ষেত্রে আইটিআই যোগ্যতার দরকার নেই।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৫ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে।

বয়স: ৫ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাজ্যে পাওয়ার গ্রিডে অ্যাপ্রেন্টিস

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: মেট ট্রেডে ট্রেনিং ৩ বছর, ব্লাস্টার ও ডিজেল মেকানিক ট্রেডে ২ বছর, বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর।

ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

আবেদনের পদ্ধতি: প্রথমে www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর www.hindustancopper.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Hindustan Copper Apprentice

 

Exit mobile version